আরও ৭ সেনার প্রাণহানির কথা স্বীকার করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i131972-আরও_৭_সেনার_প্রাণহানির_কথা_স্বীকার_করল_ইসরাইল
নিজেদের আরও সাত সেনা নিহত হওয়ার কথা আজ স্বীকার করেছে দখলদার ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১১, ২০২৩ ২০:৫৯ Asia/Dhaka
  • নিহত সাত ইসরাইলি সেনা
    নিহত সাত ইসরাইলি সেনা

নিজেদের আরও সাত সেনা নিহত হওয়ার কথা আজ স্বীকার করেছে দখলদার ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে যে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত তাদের ১০৪ জন সেনা নিহত হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে ইসরাইলের সন্ত্রাসী বাহিনী গাজায় এই স্থল অভিযান শুরু করে।

তবে গাজার উপর বর্বর বাহিনী ৭ অক্টোবর থেকে আগ্রাসন অব্যাহত রেখেছে। আজ (সোমবার) ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আরো ৭ সেনা গাজায় নিহত হয়েছে এবং এই নিয়ে মোট নিহত সেনা সংখ্যা ১০৪-এ দাঁড়ালো। গতকাল গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে যে ৭ সেনা নিহত হয়েছে তার মধ্যে ৬ জন মারা গেছে দক্ষিণ গাজায় সম্মুখ যুদ্ধে।  

গতকাল ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছিল, ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪২৫ সেনা নিহত হয়েছে। এছাড়া, ১৫৯৩ জন সেনা আহত হয়েছে। এরমধ্যে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে আহত হয়েছে ৫৫৯ জন সেনা।

তবে শনিবার ইসরাইলের ইয়িদিয়োত অহরোনথ পত্রিকা জানিয়েছে, ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় পাঁচ হাজারের বেশি সেনা আহত হয়েছে যার মধ্যে দুই হাজার পঙ্গু হয়ে গেছে বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।