ল্যাভরভের দেওয়া তথ্য
পশ্চিমারা গোপনে রাশিয়া-ইউক্রেন আলোচনার আহ্বান জানাচ্ছে
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশের নেতারা ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য তাকে সম্ভাব্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত পশ্চিমারা মস্কোর মৌলিক স্বার্থের প্রতি সম্মান দেখাবে ততক্ষণ পর্যন্ত ক্রেমলিন আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।
গতকাল (শুক্রবার) শেষ বেলায় বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই এলিনিকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো দিন দিন সমস্যা নিষ্পত্তির আলোচনায় অনেক বেশি আগ্রহী হয়ে উঠছে। তবে কোন কোন দেশ আলোচনার প্রস্তাব দিয়েছে বা আগ্রহ দেখাচ্ছে- তিনি তা প্রকাশ করতে চাননি।
ল্যাভরভ বলেন, “আমি তাদের নাম বলতে চাই না এবং তাদের নাম বলার অধিকার আমার নেই। তবে পশ্চিমা কয়েকটি দেশের খ্যাতনামা এবং উচ্চ পর্যায়ে নেতারা রয়েছেন এ তালিকায়। এসব নেতা তিনটি ভিন্ন ভিন্ন চ্যানেলে আমার সঙ্গে যোগাযোগ করেছেন।”
তিনি বলেন, রাশিয়া সবসময় আলোচনার জন্য প্রস্তুত রয়েছে তবে যেহেতু ইউক্রেন এই আলোচনার একটি পক্ষ, সেক্ষেত্রে তাদের পক্ষ থেকেও আলোচনার আগ্রহ থাকতে হবে। তিনি বলেন, মস্কো কখনো আলোচনার বিষয়টিকে নাকচ করে দেয়নি।
পার্সটুডে/এসআইবি/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।