বার্লিনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ১২তম সপ্তায় পড়লো
(last modified Sun, 31 Dec 2023 10:25:01 GMT )
ডিসেম্বর ৩১, ২০২৩ ১৬:২৫ Asia/Dhaka

জার্মানির রাজধানী বার্লিন শহরে বিভিন্ন দল ফিলিস্তিনি জনগণের সমর্থনে রাস্তায় নেমে এসেছে। ৭ অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকেই বার্লিনসহ জার্মানির অন্যান্য শহরেও ইহুদিবাদ-বিরোধী বিক্ষোভ চলে আসছে।

জার্মানি ছাড়াও ব্রিটেনসহ ইউরোপের অন্যান্য দেশে ফিলিস্তিনের সমর্থনে প্রতি সপ্তায় নিজ নিজ দেশের জনগণ রাজপথে এসে সমবেত হচ্ছে এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আসছে।

জার্মানিতে বিভিন্ন জাতীয়তার লোকজন ফিলিস্তিনের সমর্থনে টানা বারোতম সপ্তাহর জন্য বার্লিনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ করছে। তারা গাজার মজলুম ও নিপীড়িত জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে মিছিল সমাবেশ করছে।

ইরানপ্রেস বার্তা সংস্থা জানিয়েছে, জার্মানিতে ফিলিস্তিনের সমর্থকরা গতকাল বার্লিনে ইহুদিবাদ বিরোধী বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা ইহুদিবাদী ইসরাইলের অপরাধ এবং গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালানোর নিন্দা জানায়।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য স্লোগান দেয়। গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিরও দাবি জানায় বিক্ষোভকারীরা। ফিলিস্তিনি জনগণের সমর্থনে জার্মানির জনগণের মতো ফ্রান্সের জনগণও রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে।#

পার্সটুডে/এনএম/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ