আইএস হচ্ছে আমেরিকা ও ইসরাইলের সাইনবোর্ড: ইরানের খতিব
https://parstoday.ir/bn/news/west_asia-i132988-আইএস_হচ্ছে_আমেরিকা_ও_ইসরাইলের_সাইনবোর্ড_ইরানের_খতিব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম  আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ হচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সাইনবোর্ড। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৪ ১৯:৩৭ Asia/Dhaka
  • আহমাদ খাতামি
    আহমাদ খাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম  আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ হচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সাইনবোর্ড। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

জঙ্গি গোষ্ঠী আইএস ইরানের কেরমানে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করার পর তিনি এ কথা বললেন। আইএস যে ইসলাম ধর্মের শত্রুদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে তা আবারও স্মরণ করিয়ে দেন তিনি।

আয়াতুল্লাহ আহমাদ খাতামি এ সময় সবার অনিবার্য পরিণতি মৃত্যু নিয়ে কথা বলেন। তিনি বলেন, মৃত্যু সবার কাছেই আসবে, এমনকি আজরাইল যার মাধ্যমে সবার জীবনের অবসান ঘটে সেই আজরাইলের জীবনও নিয়ে নেবেন মহান আল্লাহ।

তিনি আরও বলেন, নানা ভাবে মানুষের মৃত্যু ঘটে। কারো স্বাভাবিক মৃত্যু হয়, কেউ দুর্ঘটনায় মারা যায়। আবার কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয় যা সবচেয়ে খারাপ মৃত্যু। আলী (আ.)'র মতে, সবচেয়ে ভালো মৃত্যু হচ্ছে শাহাদাত। পবিত্র কুরআনে বলা হয়েছে, শহীদদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত; কিন্তু  আমরা তা উপলব্ধি করতে পারি না।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।