এবার হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করল দখলদার ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i133110-এবার_হিজবুল্লাহ_কমান্ডারকে_হত্যা_করল_দখলদার_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের গুপ্ত হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার শহীদ হয়েছেন। আজ (সোমবার) ইসরাইলের যুদ্ধবিমান থেকে ওই কমান্ডারের গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালে তিনি শহীদ হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৮, ২০২৪ ২০:২৭ Asia/Dhaka
  • উইসাম হাসান আল-তাওয়িল
    উইসাম হাসান আল-তাওয়িল

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের গুপ্ত হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার শহীদ হয়েছেন। আজ (সোমবার) ইসরাইলের যুদ্ধবিমান থেকে ওই কমান্ডারের গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালে তিনি শহীদ হন।

উইসাম হাসান আল-তাওয়িল নামে এই কমান্ডার গাড়িতে করে দক্ষিণ লেবাননের খারবেত সেল্ম নামে একটি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলেন। তিনি হিজবুল্লার এলিট রাদোয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ছিলেন।

আজ হিজবুল্লাহর আরো একজন যোদ্ধা দক্ষিণ লেবাননের মাজদাল সেল্ম গ্রামে শহীদ হয়েছেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন শুরু পর থেকে দক্ষিণ লেবাননেও সংঘাতে জড়িয়ে পড়েছে। গত ২ জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতে গুপ্তহত্যা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল হামাসের উপপ্রধান সালেহ আল-আরুরিকে হত্যা করে। প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ দুই দিন আগে লেবাননের উত্তরাঞ্চলে একটি বিমান ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।