মূর্খের মতো আচরণ করবেন না: আমেরিকাকে ইয়েমেনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i133296-মূর্খের_মতো_আচরণ_করবেন_না_আমেরিকাকে_ইয়েমেনের_হুঁশিয়ারি
ইয়েমেনের হুথি সমর্থিত সরকারের বিরুদ্ধে মূর্খের মতো আচরণ করার ব্যাপারে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছে সানা। ইয়েমেন সরকার বলেছে, ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানানো থেকে সানাকে বিরত রাখতে চায় ওয়াশিংটন। কিন্তু ইয়েমেন আমেরিকাকে তা করতে দেবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৪, ২০২৪ ০৯:৪১ Asia/Dhaka
  • মূর্খের মতো আচরণ করবেন না: আমেরিকাকে ইয়েমেনের হুঁশিয়ারি

ইয়েমেনের হুথি সমর্থিত সরকারের বিরুদ্ধে মূর্খের মতো আচরণ করার ব্যাপারে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছে সানা। ইয়েমেন সরকার বলেছে, ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানানো থেকে সানাকে বিরত রাখতে চায় ওয়াশিংটন। কিন্তু ইয়েমেন আমেরিকাকে তা করতে দেবে না।

ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মাদ আদ- দেইলামি তার দেশের বিরুদ্ধে গত দু’দিনের ইঙ্গো-মার্কিন হামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ হুঁশিয়ারি দেনি। তিনি বলেন, আমরা মার্কিনীদের যেকোনো নির্বোধ আচরণের ব্যাপারে সতর্ক করে দেয়া সত্ত্বেও তারা গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়। দেইলামি বলেন, এখন থেকে লোহিত সাগরে যা কিছু ঘটবে তার পূর্ণ দায় ওয়াশিংটনকে গ্রহণ করতে হবে।

ইয়েমেন মধ্যপ্রাচ্যে সংঘর্ষের বিস্তার চায় না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, কিন্তু গাজাবাসীর প্রতি ইসরাইলি গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরাতে সাম্রাজ্যবাদী আমেরিকা যুদ্ধ ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।

তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন শুক্রবার ভোররাত থেকে গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন স্থানে তিন দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন বাহিনী।  ইয়েমেন যাতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামি জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।

তবে ইয়েমেনের হুথি যোদ্ধারা হুমকি দিয়ে বলেছেন, এ ধরনের হামলা চালিয়ে তাদেরকে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর কাজে কেউ বাধা দিতে পারবে না। তারা প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, যতদিন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যা অব্যাহত থাকবে ততদিন লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামি জাহাজগুলোতে জাহাজগুলোতে হামলা বন্ধ হবে না।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৪