ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ: অবিলম্বে বন্দি মুক্তির দাবি
(last modified Tue, 16 Jan 2024 12:05:34 GMT )
জানুয়ারি ১৬, ২০২৪ ১৮:০৫ Asia/Dhaka
  • ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ: অবিলম্বে বন্দি মুক্তির দাবি

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রায় ২ হাজার ইসরাইলি বসতি স্থাপনকারী আজ বিক্ষোভ করেছে বলে আল-জাজিরা খবর দিয়েছে।

আল-জাজিরা আরও জানিয়েছে, ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা ইসরাইলি পার্লামেন্ট  নেসেট এবং অধিকৃত কুদসে নেতানিয়াহুর কার্যালয়ের সামনে সমবেত হয়। বিক্ষোভকারীরা নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি মন্ত্রিসভার অপসারণ দাবি করে।

ক্লান্ত ইসরাইলি সেনা

গতকালও বিক্ষুব্ধ বসতি স্থাপনকারীরা তেলআবিব এবং ইহুদিবাদী উপশহর বেইরিতে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে। তারা গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হাতে আটক ইহুদিবাদী বন্দিদের মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানায়।

ইসরাইলের ঘোষণা অনুযায়ী গাজা উপত্যকায় প্রতিরোধ বাহিনীর হাতে এখনও ১৩৭ জন ইহুদিবাদী বন্দি রয়েছে। গাজায় ইহুদিবাদী সেনারা ১০২ দিন ধরে বর্বর হামলা চালিয়েও বন্দিদের উদ্ধার করতে পারে নি। নেতানিয়াহুর এই ব্যর্থতার কারণেই তার বিরুদ্ধে এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক বক্ষোভ দেখা দিয়েছে। অপরদিকে ইহুদিবাদী ইসরাইলের ৩৬ তম ডিভিশনকেও গাজা উপত্যকা থেকে প্রত্যাহার করা হয়েছে। ওই ডিভিশনের মধ্যে গোলানি ব্রিগেড নামে পরিচিত বাহিনীও ছিল।#

পার্সটুডে/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ