​​​​​​​ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 18 Jan 2024 15:33:48 GMT )
জানুয়ারি ১৮, ২০২৪ ২১:৩৩ Asia/Dhaka
  • ​​​​​​​ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক ঘটনাবলী ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে ফোন করেছেন।

গাজা-ইসরাইল যুদ্ধ এবং লোহিত সাগর এলাকায় ইয়েমেন ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাতে যখন মধ্যপ্রাচ্য প্রচণ্ড রকমের উত্তাল পরিস্থিতির মধ্যে রয়েছে তখন দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইরান ও তুরস্কের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করেন।

ফোনালাপে আমির আব্দুল্লাহিয়ান জোর দিয়ে বলেন, ভ্রাতৃপ্রতিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার নীতি অনুসরণ করে তেহরান। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করা সমস্ত আঞ্চলিক দেশের পারস্পারিক দায়িত্ব।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।