ইসরাইলি জাহাজে শহীদ সোলাইমানি ও আবু মাহদির ছবি টানালো ইয়েমেনিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i133604-ইসরাইলি_জাহাজে_শহীদ_সোলাইমানি_ও_আবু_মাহদির_ছবি_টানালো_ইয়েমেনিরা
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী 'গ্যালাক্সি লিডার' নামে যে ইসরাইলি জাহাজ আটক করেছে তার ডেক থেকে একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২১, ২০২৪ ১৮:২০ Asia/Dhaka

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী 'গ্যালাক্সি লিডার' নামে যে ইসরাইলি জাহাজ আটক করেছে তার ডেক থেকে একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে।

জাহাজের ডেকে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শহীদ কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড শহীদ আবু মাহদি আল মোহান্দেস-এর ছবি টাঙানো হয়েছে। ছবির ক্যাপশনে আরবিতে লেখা হয়েছে, "আপনাদের রক্ত একটি ঝড়"।  

গ্যালাক্সি লিডার’ নামের ১৮৯ মিটার দীর্ঘ একটি গাড়ি বহনকারী কার্গো জাহাজ। এটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিল। এ সময় আনসারুল্লাহ হুতি যোদ্ধারা ছোট আকারের স্পিডবোট ও হেলিকপ্টারের মাধ্যমে ইয়েমেনের জাহাজটি আটক করেন। পরে জাহাজটি ইয়েমেনের হোদেইদা বন্দরে নিয়ে যাওয়া হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১