ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই
https://parstoday.ir/bn/news/west_asia-i134618-ইসরাইলি_আগ্রাসন_মোকাবেলায়_সশস্ত্র_সংগ্রামের_কোনো_বিকল্প_নেই
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্য যে প্রকাশ্য আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১০:০০ Asia/Dhaka
  • শেখ নাঈম কাসেম
    শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্য যে প্রকাশ্য আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, "যখন মূল নীতি ও বিশ্বাসের মধ্যে সশস্ত্র সংগ্রাম থাকে এবং এর অনুসারীরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়, আল্লাহ চাইলে তখন তারা বিজয়ী হয়ে উঠবে।” হিজবুল্লাহর শহীদ কমান্ডার ও যোদ্ধাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

শেখ কাসেম বলেন, “হিজবুল্লাহর যোদ্ধারা মানবতাকে মুক্ত করার চেষ্টা করছে। এই স্বাধীনতা আসবে ত্যাগ এবং পরোপকারের মাধ্যমে। আমরা চূড়ান্ত পর্যায়ে একটি স্বাধীন মধ্যপ্রাচ্য দেখব যার বুকে ইসরাইল বলতে কিছু থাকবে না।”

হিজবুল্লাহর উপ মহাসচিব আরো বলেন, গাজার প্রতিরোধ যোদ্ধারা গত ৭ অক্টোবর যে অভিযান চালিয়েছে তার মধ্য দিয়ে ইহুদিবাদীরা ইসরাইলের ভঙ্গুর এবং দুর্বল অবস্থা প্রকাশ হয়ে পড়েছে। তিনি বলেন, স্বঘোষিত ‘মহাশক্তিধর’ ইসরাইল বেসামরিক লোকজন এবং নারী ও শিশুদেরকে হত্যা করছে কিন্তু তারা প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে পারছে না। এটি তাদের পরাজয়ের প্রমাণ বহন করে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮