ইসরাইলকে যারা সমর্থন করে তারা গাজার কুকুরগুলোর চেয়েও অধম: ওমানের প্রধান মুফতি
(last modified Wed, 21 Feb 2024 14:59:33 GMT )
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ২০:৫৯ Asia/Dhaka
  • শায়খ আহমাদ বিন হামাদ আল-খালিলি
    শায়খ আহমাদ বিন হামাদ আল-খালিলি

ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমাদ বিন হামাদ আল-খালিলি বলেছেন, দখলদার ইসরাইলকে যারা সমর্থন ও সহযোগিতা করছে তারা গাজার রাস্তার কুকুরগুলোর চেয়েও খারাপ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখা এক বার্তায় এ কথা বলেছেন।

গাজায় স্থল হামলায় অংশগ্রহণকারী ইসরাইলি সেনাদেরকে গাজার রাস্তার কুকুরগুলো কামড়ে দেওয়ার চেষ্টা করছে বলে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ওমানের প্রধান মুফতি এ কথা বললেন।

শায়খ আহমাদ বিন হামাদ আল খালিলি আরও বলেছেন, গাজার রাস্তার ক্ষুধার্ত কুকুরগুলো ইসরাইলি সেনাদেরকে উৎপাত করছে, কুকুরগুলো অন্তত দখলদার সেনাদেরকে সহযোগিতা করছে না।

ওমানের এই বিজ্ঞ আলেম প্রশ্ন করে বলেন, সত্যের পথে যারা আছে তাদেরকে সমর্থন ও সহযোগিতা না করে যারা ইহুদিবাদীদেরকে সমর্থন দিচ্ছে তাদের কি আল্লাহর ভয় নেই? তারা কি আল্লাহর প্রতিশোধের ভয় করে না? তারা আর কতদিন এভাবে উদাসীন থাকবে?

পাশ্চাত্যের দেশগুলোর পাশাপাশি অনেক মুসলিম দেশও ইহুদিবাদী ইসরাইলকে নানা উপায়ে সহযোগিতা করছে বলে ইসরাইলি দৈনিকগুলোতে লেখালেখি হচ্ছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ