৭ অক্টেবার আমেরিকার পরিকল্পনা আর নেতানিয়াহুর স্বপ্ন ধূলিস্মাৎ হয়েছে
(last modified Thu, 22 Feb 2024 12:56:23 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১৮:৫৬ Asia/Dhaka
  • ৭ অক্টেবার আমেরিকার পরিকল্পনা আর নেতানিয়াহুর স্বপ্ন ধূলিস্মাৎ হয়েছে

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা এবং লেবাননে নিযুক্ত প্রতিনিধি ওসামা হামদান বলেছেন, গাজা উপত্যকা থেকে গত ৭ অক্টোবর হামাস এবং অন্য প্রতিরোধ সংগঠনগুলোর যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে যে অভিযান চালিয়েছে তাতে মধ্যপ্রাচ্য অঞ্চলের নকশা পরিবর্তনে আমেরিকার পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে।

গতকাল (বুধবার) লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হামদান। তিনি বলেন, “আমেরিকার প্রশাসন কখনোই মধ্যস্থতাকারী বা নিরপেক্ষ হতে পারে না বরং তারা সব সময় ইসরাইলের মিত্র। ৭ অক্টোবর গাজা থেকে চালানো সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন ও ইসরাইলি পরিকল্পনা বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে যে পরিবর্তন তারা আনতে চেয়েছিল সেটা ঠেকিয়ে দেয়া হয়েছে।”

হামাস নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বপ্ন চুরমার করে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। তিনি আরো বলেন, ইসরাইল যদি গণহত্যা অব্যাহত রাখে তাহলে হামাস যোদ্ধাদের প্রতিরোধ অব্যাহত রাখা ছাড়া কোনো বিকল্প থাকবে না।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ