ইসরাইলের সব ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায়
https://parstoday.ir/bn/news/west_asia-i134922-ইসরাইলের_সব_ঘাঁটি_হিজবুল্লাহর_ক্ষেপণাস্ত্র_ও_ড্রোনের_আওতায়
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ আলী দামুশ বলেছেন, দখলদার ইসরাইলের সব কৌশলগত স্থাপনা ও ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় রয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৭:৫১ Asia/Dhaka
  • শেখ আলী দামুশ
    শেখ আলী দামুশ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ আলী দামুশ বলেছেন, দখলদার ইসরাইলের সব কৌশলগত স্থাপনা ও ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় রয়েছে।

লেবাননের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরুর পরিণতির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, দখলদার ইসরাইল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরণের যুদ্ধে জড়াতে ভয় পায়। কারণ তারা ভালো করেই জানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইসরাইলের যেকোনো কৌশলগত স্থাপনা ও ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। পুরো ইসরাইল হিজবুল্লাহর এসব অস্ত্রের আওতায় রয়েছে।

শেখ আলী দামুশ বলেন, গাজার সমর্থনে দক্ষিণ লেবানন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তা বন্ধ করতে মধ্যস্থতাকারীদের শরণাপন্ন হয়েছে ইসরাইল। তারা চায় উত্তর ইসরাইলে হিজবুল্লাহর হামলা বন্ধ হোক, এর ফলে তাদেরকে এই উত্তর ফ্রন্টে ব্যস্ত থাকতে হবে না এবং সেখানকার উপশহরগুলোতে ইহুদিবাদীরা বসবাসের জন্য ফিরতে পারবে।

হিজবুল্লাহর এই নেতা বলেন, শত্রুরা যদি হুমকির মাধ্যমে প্রতিরোধ আন্দোলনকে পিছু হটাতে বাধ্য করতে চায় তাহলে মারাত্মক ভুল করবে। এর ফলে তারা কঠোর জবাব পাবে।

লেবাননের বিরুদ্ধে বড় ধরণের কোনো যুদ্ধ শুরু করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।