আন্তর্জাতিক পানিসীমায় আমেরিকা ও তার মিত্রদের নিয়ন্ত্রণের দিন শেষ
(last modified Mon, 26 Feb 2024 13:56:40 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৯:৫৬ Asia/Dhaka
  • আন্তর্জাতিক পানিসীমায় আমেরিকা ও তার মিত্রদের নিয়ন্ত্রণের দিন শেষ

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল-আতিফি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমার ওপর আমেরিকা এবং তার মিত্রদের বলদর্পী প্রভাব বিস্তার করে রাখার দিন শেষ হয়ে গেছে। এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা এবং ব্রিটেনের জাহাজে যে হামলা চালাচ্ছে ইয়েমেনের যোদ্ধারা তারও প্রশংসা করেন জেনারেল আতিফি।

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় আল-হুদাইদা শহরে গতকাল (রোববার) সামরিক বাহিনীর নতুন গ্রাজুয়েশন কোর্স সম্পন্ন করা ক্যাডেটদের একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেনারেল আতিফি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং তৎসংশ্লিষ্ট জাহাজে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর এবং আরব সাগরের নিরাপত্তাকে পুনর্বিন্যাস করতে পারে। জেনারেল আতিফি আরো বলেন, ইয়েমেনের নৌ বাহিনী দুটি সাগরের পরিচয় পুনর্বহাল করেছে যা দখলদার ইসরাইল সরকার ছিনিয়ে নিয়েছিল।

জেনারেল আতিফি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এমন কোনো জাহাজে হামলা করবে না যেগুলোর সাথে ইসরাইলের সংশ্লিষ্টতা নেই। সানাভিত্তিক ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিক সমস্ত কনভেনশন ও চুক্তি লঙ্ঘন না করেই ফিলিস্তিনিদের পাশে অবস্থান করবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।