গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনসারুল্লাহ ও ইসলামি জেহাদের বিবৃতি প্রকাশ
https://parstoday.ir/bn/news/west_asia-i135054-গণহত্যার_তীব্র_নিন্দা_জানিয়ে_আনসারুল্লাহ_ও_ইসলামি_জেহাদের_বিবৃতি_প্রকাশ
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন গাজা উপত্যকার নাবলুস স্কোয়ারে ইহুদিবাদী ইসরাইলি নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি সেনাবাহিনী নাবুলসি স্কোয়ারে ত্রাণের জন্য অপক্ষোয় থাকা নির্যাতিত ফিলিস্তিনীদের ওপর পশুর মতো হামলা চালিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ০১, ২০২৪ ১৬:৪৮ Asia/Dhaka
  • গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনসারুল্লাহ ও ইসলামি জেহাদের বিবৃতি প্রকাশ

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন গাজা উপত্যকার নাবলুস স্কোয়ারে ইহুদিবাদী ইসরাইলি নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি সেনাবাহিনী নাবুলসি স্কোয়ারে ত্রাণের জন্য অপক্ষোয় থাকা নির্যাতিত ফিলিস্তিনীদের ওপর পশুর মতো হামলা চালিয়েছে।

গাজা শহর, জাবালিয়া, বেইত হানুনসহ আরও বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ফিলিস্তিনি ক্ষুধার্ত উদ্বাস্তু দু'মুঠো খাবারের জন্য অপেক্ষা করছিল। গাজা শহরের পশ্চিমে শেখ আজলিন এলাকার হারুন-আল-রাশিদ উপকূলীয় সড়কে সমবেত হয়েছিল। সেখানে মানবিক ত্রাণবাহী ট্রাক আসার জন্য অপেক্ষা করছিলো ক্ষুধার্ত ফিলিস্তিনি জনগণ। ত্রাণের অপেক্ষায় থাকা সেইসব উদ্বাস্তুদের ওপর নির্বিচার বোমাবর্ষণ করে ইহুদিবাদী সেনারা। ওই নৃশংস হামলার ঘটনায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন আজ একটি বিবৃতি দিয়েছে। মেহর বার্তা সংস্থা আরও জানিয়েছে, বিবৃতিতে আনসারুল্লাহ ঘোষণা করেছে, খাবারের জন্য লাইনে অপেক্ষমান শরণার্থীদের ওপর বোমা হামলার ঘটনা চরম বর্বরতা। ওই অপরাধ ঘৃণিত ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক অভিযানের আরেকটি প্রমাণ। এভাবেই তারা গাজায় বছরের পর বছর ধরে গণহত্যা চালিয়ে এসেছে এবং এখনও চালিয়ে যাচ্ছে।

আনসারুল্লাহ আন্দোলনের বিবৃতিতে আরও বলা হয়েছে: ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলি গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য দায়ী হলো আমেরিকা। গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে ভেটো দেওয়ার পদক্ষেপই ইসরাইলি গণহত্যায় মার্কিন পৃষ্ঠপোষকতা দেওয়ার প্রমাণ।

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালেক বদরুদ্দিন গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন: মানবাধিকার লঙ্ঘনকারী বৃহৎ দেশগুলোর মধ্যে আমেরিকা শীর্ষে রয়েছে। তারাই গাজা এবং ইয়েমেনে হত্যাকাণ্ডের জন্য দায়ী। তিনি বলেছেন: গাজায় বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল ২ হাজার ৭শ ৩৫ বার গণহত্যা চালিয়েছে। হারুন-আল-রাশিদ সড়কে চালানো গণহত্যা সর্বশেষ ঘটনা।

এদিকে ফিলিস্তিনের ইসলামি জেহাদ আন্দোলনও এক বিবৃতিতে বলেছে: আল-রাশিদ সড়কে ভয়াবহ হত্যাকাণ্ড ফিলিস্তিনীদের ওপর ইহুদিবাদী ইসরাইলি জাতিগত শুদ্ধি অভিযানের সুস্পষ্ট প্রমাণ।

আল-রাশিদ সড়কে গতকাল ইসরাইলি নৃশংস হামলায় অন্তত ১০৪ ফিলিস্তিনী শহীদ এবং ৭৬০ জনেরও বেশি আহত হয়েছে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।