লোহিত সাগর ও বাব আল-মান্দেবে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী
(last modified Sun, 03 Mar 2024 09:23:41 GMT )
মার্চ ০৩, ২০২৪ ১৫:২৩ Asia/Dhaka
  •  লোহিত সাগর ও বাব আল-মান্দেবে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় মারাত্মক ক্ষতির শিকার হওয়া ব্রিটিশ কার্গো জাহাজটি ডুবে গেছে। প্রায় দুই সপ্তাহ আগে বাব আল-মান্দেব প্রণালীতে রুবিমার নামের জাহাজটি ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। কার্গো জাহাজটি যখন আক্রমণের শিকার হয় তখন উত্তর দিকে যাচ্ছিল।

অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইল মাসের পর মাস বিমান ও স্থল হামলার মাধ্যমে যে বর্বর গণহত্যা চালিয়েছে আসছে তার প্রতি সমর্থন দেয়ার জন্য আমেরিকার কঠোর নিন্দা জানিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, লোহিত সাগর এবং এডেন উপসাগর এলাকায় উত্তেজনার সৃষ্টির জন্যও আমেরিকা দায়ী।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজার ওপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার জন্য প্রাথমিকভাবে আমেরিকা দায়ী; তারাই গাজা উপত্যকায় এই হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য ইসরাইলকে সবুজ সংকেত দিয়েছে। এছাড়া, আমেরিকার পক্ষ থেকে ইসরাইলকে রাজনৈতিক, সামরিক ও লজিস্টিক সাপোর্ট দেয়ার কারণে লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, এমনকি মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা কয়েক দফা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, গাজার হত্যাযজ্ঞের প্রতি আমেরিকা এবং ব্রিটেনের সমর্থনের কারণে লোহিত সাগর এলাকায় আমেরিকা, ব্রিটেন ও ইসরাইলের যেকোনো জাহাজকে ইয়েমেনি সেনারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ হলেই শুধুমাত্র ইয়েমেনের সেনারা তাদের হামলা থামাবে বলে উল্লেখ করেছে ইয়েমেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ