হামলায় বিদ্যুৎবিহীন ইসরাইলের বেশ কয়েকটি এলাকা
(last modified Tue, 05 Mar 2024 13:11:50 GMT )
মার্চ ০৫, ২০২৪ ১৯:১১ Asia/Dhaka
  • হামলায় বিদ্যুৎবিহীন ইসরাইলের বেশ কয়েকটি এলাকা

ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে এবং এতে ইসরাইলের বেশ কয়েকটি অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর থেকে যে গণহত্যা ও মানবতা-বিরোধী অপরাধ চালিয়ে আসছে তার প্রতিবাদে হিজবুল্লাহ দখলদার ইসরাইলের ভেতরে হামলা চালাচ্ছে।

লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ওয়েস্টার্ন গ্যালিলির গেশের হাজিভ কিবুৎজে বেশ কয়েকটি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, আল-বাগদাদি আউটপোস্টের ভেতরে একটি সামরিক বহরের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিখুঁতভাবে হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা আহত হয়।

আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, লেবানন থেকে ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলে প্রায় ৩০টি রকেট ছোঁড়া হয়।

এদিকে, ইসরাইলের হিব্রু ভাষার পত্রপত্রিকা জানিয়েছে, লেবানন থেকে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের উত্তরাঞ্চলের কয়েকটি ইহুদি বসতিতে হামলা চালানো হয়েছে। এ সময় হামলা থেকে বাঁচতে এবং লোকজনকে সতর্ক করার জন্য ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলের ১৬টি এলাকায় সাইরেন বাজানো হয়।

ইসরাইলের গণমাধ্যম নিশ্চিত করেছে যে, হিজবুল্লাহর রকেট হামলার কারণে ইসরাইলের নাহারিয়া শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইসরাইলি গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুতের একটি ট্রান্সফরমার ধ্বংস হয়ে গেছে।

এর আগে, দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলি সেনারা দুই দফা প্রবেশের চেষ্টা চালায় তবে সেগুলো ব্যর্থ করে দেয় হিজবুল্লাহ যোদ্ধারা।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।