ইসরাইলের প্রধান বিমানবন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i135498-ইসরাইলের_প্রধান_বিমানবন্দরে_ইরাকি_প্রতিরোধ_যোদ্ধাদের_ড্রোন_হামলা
ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১২, ২০২৪ ১৪:৪৩ Asia/Dhaka
  • বেন গুরিয়ন বিমানবন্দর
    বেন গুরিয়ন বিমানবন্দর

ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে।

গতকাল (সোমবার) ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে হামলার কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ইসরাইলের গভীর অভ্যন্তরে বেন গুরিয়ন বিমানবন্দরে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে।  

প্রতিরোধকামী যোদ্ধারা একটি ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে- বিমানবন্দরের উপর ড্রোন পৌঁছানোর পর তা থেকে বোমা বর্ষণ করা হচ্ছে।

গত সাত অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এর অংশ হিসেবে ইসরাইলের হাইফা বিমানবন্দর ও সমুদ্রবন্দরেও ইরাকি প্রতিরোধ যোদ্ধারা কয়েক দফা হামলা চালিয়েছে।

ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলে আসছে, ইহুদিবাদী ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না করবে এবং শত্রুদের শক্ত অবস্থানগুলো একেবারেই দুর্বল না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।