মার্কিন প্রস্তাবে ভেটো দেয়ায় চীন, রাশিয়া ও আলজেরিয়ার প্রশংসা করল হামাস
(last modified Sat, 23 Mar 2024 08:43:31 GMT )
মার্চ ২৩, ২০২৪ ১৪:৪৩ Asia/Dhaka
  • মার্কিন প্রস্তাবে ভেটো দেয়ায় চীন, রাশিয়া ও আলজেরিয়ার প্রশংসা করল হামাস

গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে চীন ও রাশিয়া যে ভেটো দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে হামাস।

সংগঠনটি আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে আমেরিকা যে পক্ষপাতদুষ্ট প্রস্তাব এনেছিল রাশিয়া, চীন ও আলজেরিয়া তা প্রত্যাখ্যান করায় আমরা সন্তোষ প্রকাশ করছি।

বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসন চালিয়ে যাওয়ার এবং দখলদার বাহিনীকে তার লক্ষ্য বাস্তবায়নের সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে কথিত যুদ্ধবিরতির আড়ালে ফিলিস্তিনি জনগণকে দমন করার একটি প্রস্তাব উত্থাপন করেছিল আমেরিকা।

খসড়া প্রস্তাবটিতে গাজায় ইসরাইলি গণহত্যাকে বৈধতা দেয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল- উল্লেখ করে হামাসের বিবৃতিতে বলা হয়, অথচ কথিত ওই যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলকে গাজায় আগ্রাসন বন্ধ করার আহ্বান জানানো হয়নি। এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিবৃতিতে চীন, রাশিয়া ও আলজেরিয়ার ভূয়সী প্রশংসা করা হয়।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ