‘ইসরাইলের অপরাধযজ্ঞ তাদের পতন দ্রুততর করবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i136098-ইসরাইলের_অপরাধযজ্ঞ_তাদের_পতন_দ্রুততর_করবে’
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতা-বিরোধী অপরাধ চালাচ্ছে তাতে তার পতন দ্রুততর হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৯, ২০২৪ ১৪:২১ Asia/Dhaka
  • ‘ইসরাইলের অপরাধযজ্ঞ তাদের পতন দ্রুততর করবে’

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতা-বিরোধী অপরাধ চালাচ্ছে তাতে তার পতন দ্রুততর হবে।

গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরাইল গাজায় যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা মানবতার জন্য লজ্জা বলেও মন্তব্য করেন আব্দুল মালিক আল-হুথি।

ইসরাইলকে সম্বোধন করে তিনি জোর দিয়ে বলেন, "যেহেতু তোমাদের পদক্ষেপগুলো দ্রুত নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তোমাদেরকে বিতাড়িত হতে হবে ফলে অপরাধযজ্ঞ চালিয়ে আনন্দিত হয়ো না।"

আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজায় নিশ্চিত পরাজয়ের দিকে এগিয়ে চলেছে এবং অবশ্যই এটি আমেরিকারও পরাজয়। কারণ তারা গাজা আগ্রাসনের প্রধান অংশীদার।

হুথি নেতা তার গতকালের ভাষণে ইহুদিবাদী ইসরাইল এবং তার মিত্রদের লক্ষ্যবস্তুগুলোর ওপর ইয়েমেনি সামরিক বাহিনীর হামলার কথাও তুলে ধরেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৯