ফিলিস্তিনিদের স্বার্থই আমাদের একমাত্র অগ্রাধিকার: ইসমাইল হানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i136556-ফিলিস্তিনিদের_স্বার্থই_আমাদের_একমাত্র_অগ্রাধিকার_ইসমাইল_হানিয়া
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরাইলের সাথে যুদ্ধবিরতির আলোচনায় সমস্ত সব কিছুর ঊর্ধ্বে থাকবে ফিলিস্তিনি জনগণের স্বার্থ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২৪ ১৫:৫৬ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের স্বার্থই আমাদের একমাত্র অগ্রাধিকার: ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরাইলের সাথে যুদ্ধবিরতির আলোচনায় সমস্ত সব কিছুর ঊর্ধ্বে থাকবে ফিলিস্তিনি জনগণের স্বার্থ।

গতকাল (বৃহস্পতিবার) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া একথা বলেন। রয়টার্স তার কাছে জানতে চায়- সম্প্রতি তার তিন ছেলে এবং চার নাতির হত্যাকাণ্ডের ঘটনা ইসরাইলের সাথে আলোচনায় কোনো প্রভাব ফেলবে কিনা। এ প্রশ্নের জবাবে ইসমাইল হানিয়া বলেন, “আমরা যুদ্ধবিরতির চেষ্টা করছি কিন্তু ইসরাইল এখনো দেরি করছে এবং প্রতিরোধ আন্দোলনের দাবির জবাব এড়িয়ে যাচ্ছে।”

গাজার চলমান যুদ্ধ পূর্ণাঙ্গভাবে বন্ধ এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরাইলি বন্দীদের বিনিময়ের ব্যাপারে হামাস এবং তেল আবিবের মধ্যে আলোচনা চলছে। হামাস বলে আসছে- গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং পরিপূর্ণভাবে যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলের সাথে যুদ্ধবন্দী বিনিময়ের ব্যাপারে কোনো আলোচনা হবে না।

গতকালের সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্স ইসমাইল হানিয়ার কাছে আরো জানতে চায় যে, তার তিন ছেলে হামাস যোদ্ধা ছিলেন বলে ইসরাইল যে দাবি করছে তার সত্যি কিনা। জবাবে হানিয়া বলেন, তার ছেলেরা হামাসের যোদ্ধা ছিলেন না কিন্তু ইসরাইল তাদের অপরাধযজ্ঞ বৈধ করার জন্য এই দাবি করছে।# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/১২