ইসরাইলে ইরানের হামলার রাতে ফিলিস্তিনি শিশুরা হাসি নিয়ে ঘুমাতে যায়
(last modified Mon, 15 Apr 2024 10:33:19 GMT )
এপ্রিল ১৫, ২০২৪ ১৬:৩৩ Asia/Dhaka
  • ইসরাইলে ইরানের হামলার রাতে ফিলিস্তিনি শিশুরা হাসি নিয়ে ঘুমাতে যায়

সাইবার জগতে দেয়া সাক্ষাতকারে ফিলিস্তিনি নাগরিকরা জানিয়েছেন যে গত ১৩ এপ্রিল অবরুদ্ধ গাজায় উপত্যকায় শিশু-হত্যাকারী আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে ইরানের নিখূঁত প্রতিশোধমূলক হামলার ফলে ফিলিস্তিনি এবং তাদের বাচ্চারা ওই রাতে মুখে একটু হাসি নিয়ে শান্তিতে ঘুমাতে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে, ওই হামলার কারণে ইহুদিবাদী অপরাধীরা রাতারাতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালানো বন্ধ করে দেয়।

ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ ঘটনা উপলক্ষে এই নিবন্ধে পার্সটুডের মাধ্যমে হাস্যরত ফিলিস্তিনি শিশুদের ছবি সংগ্রহ করা হয়েছে। এগুলোর মধ্যে কিছু ছবি পুরানো এবং কিছু নতুন।

ফিলিস্তিনি মেয়ে তার ভাইদের সাথে হাসছে।
কিছু ফিলিস্তিনি মেয়ে খেলছে আর মজা করছে।
দুই ফিলিস্তিনি মেয়ে শিশুর মুখে মধুর হাসি। 
ফিলিস্তিনি শিশুর সুখ ও আন্তরিক হাসি।
ফিলিস্তিনি মেয়েদের মধ্যে সুখের চেতনা স্থানান্তরিত হচ্ছে। 
উত্তর গাজার বেইত হানুন থেকে ফিলিস্তিনি শিশুরা হাসছে। 
মেরা আর হাদিল হাসছে। এই দুই ফিলিস্তিনি মেয়ের বাবা ও ছোট ভাইকে হত্যা করেছে ইসরাইল।
ফিলিস্তিনি শিশুরা ইসরাইলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হাসছে।
ইসরাইলি হামলায় আহত বাস্তুচ্যুত ও এতিম ফিলিস্তিনি মেয়ে রাজান শাবাত যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেখানে হামলায় তার বাবা-মা শহীদ হন।
গাজায় শিশুদের আনন্দ এবং তাদের চারপাশে ঘটে যাওয়া হতাশাজনক ঘটনার প্রতি তাদের কোনো মনোযোগ নেই বললেই চলে। 
গাজার জনগণের একজন পিতা যিনি সাম্প্রতিক সংঘাতে ইহুদিবাদী ইসরাইলের বোমা হামলায় তার ছেলেকে হারিয়েছেন। 

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন