পরিস্থিতি মূল্যায়ন করছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত
(last modified Wed, 17 Apr 2024 03:40:51 GMT )
এপ্রিল ১৭, ২০২৪ ০৯:৪০ Asia/Dhaka
  • পরিস্থিতি মূল্যায়ন করছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত

সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও ঘটনাবলী মূল্যায়ন করছে। ইরান ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে এসব দেশের নেতারা টেলিফোনে কথা বলেছেন। 

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান টেলিফোন আলাপে বেশ কয়েকটি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন।  

ফোনালাপে দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা এবং উত্তেজনা ছড়িয়ে পড়া এবং বিপজ্জনক যুদ্ধ ঠেকানোর ওপর গুরুত্ব আরোপ করেন। 

এদিকে, গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামদ আলে সানি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাথে ফোনে কথা বলেন। এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন; সেখানে গাজা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়।  

কাতারের আমিরের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন আলাপে শেখ তামিম আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং যুদ্ধের বিস্তৃতি ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেন। 

সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এবং আরব লীগের সদস্য।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭

ট্যাগ