উপনিবেশবাদীদের উন্মাদনা: গাজায় শহীদ শিশুর সংখ্যা শুনে আঁতকে উঠছেন কেউ কেউ
https://parstoday.ir/bn/news/west_asia-i136752-উপনিবেশবাদীদের_উন্মাদনা_গাজায়_শহীদ_শিশুর_সংখ্যা_শুনে_আঁতকে_উঠছেন_কেউ_কেউ
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল অন্তত ১৩ হাজার ৮০০ শিশুকে হত্যা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৮, ২০২৪ ১৬:৩০ Asia/Dhaka
  • গাজায় শহীদ শিশুর সংখ্যা শুনে আঁতকে উঠছেন কেউ কেউ
    গাজায় শহীদ শিশুর সংখ্যা শুনে আঁতকে উঠছেন কেউ কেউ

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল অন্তত ১৩ হাজার ৮০০ শিশুকে হত্যা করেছে।

জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, গাজা উপত্যকার শিশুরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। গাজা উপত্যকায় যে গতি ও মাত্রায় ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তা বিস্ময়কর। এ কারণে এরিমধ্যে ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় ১৩ হাজার আটশ'র বেশি শিশু শহীদ হয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৩ হাজার ৮৯৯ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। প্রায় আট হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন এবং তাদের বের করার চেষ্টা এখনও চলছে। গাজা যুদ্ধে শহীদ ও আহতদের ৭৩ শতাংশই নারী ও শিশু।

১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায়  বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরাইল।

ইসলামি প্রজাতন্ত্র ইরান শুরু থেকেই অবৈধ ও বর্ণবাদী ইহুদিবাদী ইসরাইলের বিলুপ্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি গেড়ে বসা ইহুদিবাদীদেরকে তাদের আদি ভূমিতে প্রত্যাবর্তনের দাবি বাস্তবায়নের পক্ষে কাজ করে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৮