গাজায় ইসরাইলের গণহত্যা থেকে লাভবান হচ্ছে পাশ্চাত্য: প্রেসিডেন্ট আসাদ
(last modified Mon, 22 Apr 2024 03:18:50 GMT )
এপ্রিল ২২, ২০২৪ ০৯:১৮ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলের গণহত্যা থেকে লাভবান হচ্ছে পাশ্চাত্য: প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকাসহ গোটা পশ্চিমা বিশ্ব সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে।

তিনি রাশিয়ার এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাত দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলদার ইসরাইলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতে ওয়াশিংটনের ভূমিকার কথা স্মরণ করেন আসাদ।

তিনি বলেন, “আমরা যখন বলি আমেরিকা তখন আমরা গোটা পাশ্চাত্যকে বোঝাই কারণ, পশ্চিমা বিশ্বকে আমেরিকাই নিয়ন্ত্রণ করে।”

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, বিশ্বের যেকোনো সংঘাত থেকে স্বার্থসিদ্ধি করে আমেরিকা। প্রথমে সে সংঘাত বাধিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ায় এবং এরপর মোক্ষম সুযোগে চূড়ান্ত আঘাত হেনে নিজের অবৈধ স্বার্থ হাসিল করে।

বাশার আল-আসাদ বলেন, ‘ডিভাইড এন্ড রুল’ বা ‘সংঘাত বাধিয়ে শাসন করো’ নীতিতে চলে আমেরিকা।  কিন্তু ব্ল্যাকমেইল করার এই নীতি সম্পূর্ণ অনৈতিক। মার্কিন সরকার যেকোনো সংঘাতকে ভয়ঙ্কর বিপজ্জনক মাত্রায় নিয়ে যায় কিন্তু সেই বিপদের ভুক্তভোগী হয় সংশ্লিষ্ট দুই পক্ষ। আর আমেরিকা দূরে দাঁড়িয়ে তা উপভোগ করে।

গাজা উপত্যকায় ছয় মাসের বেশি সময় ধরে গণহত্যামূলক যুদ্ধ চলার জন্য তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমরাস্ত্র সরবরাহকে দায়ী করেন প্রেসিডেন্ট আসাদ। #

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ