চরমপন্থী ইসরাইলি মন্ত্রী বেনজাভির গাড়ি দুর্ঘটনায় আহত 
(last modified Sat, 27 Apr 2024 06:21:37 GMT )
এপ্রিল ২৭, ২০২৪ ১২:২১ Asia/Dhaka
  •  চরমপন্থী ইসরাইলি মন্ত্রী বেনজাভির গাড়ি দুর্ঘটনায় আহত 

ইহুদিবাদী ইসরাইলের বর্তমান মন্ত্রিসভার চরমপন্থী সদস্য হিসেবে পরিচিত ইটামার বেনজাভির গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল (শুক্রবার) ইসরাইলের রামলা শহরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তিনি মাঝারি পর্যায়ের আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, তিনি হাসপাতালে ভালো আছেন এবং তার জ্ঞান রয়েছে। তবে তিনি আসাফ হারোফে হাসপাতালে চিকিৎসা নেয়া অব্যাহত রাখবেন।

পুলিশের বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কথিত একটি ছুরিকাঘাতের ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িটি উল্টে যায়।

ইসরাইলের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন ২১ বছর বয়সী এক ব্যক্তি ১৯ বছর বয়সী এখন নারীকে ছুরিকাআঘাত করে। এতে ওই নারী মারাত্মকভাবে আহত হন। এ সময় হামলাকারী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে একজন ইহুদি বসতিস্থাপনকারী তাকে গুলি করে। এ সময় লাল বাতি জ্বালানো সিগনাল ও ট্রাফিক আইন অমান্য করে বেনজাভির গাড়ি চালিয়ে যান। 

ইসরাইলি পুলিশ বলছে, কিভাবে মন্ত্রী এই দুর্ঘটনার মধ্যে পড়েছেন তা নিয়ে তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনায় বেনজাভিরের মেয়ে, একজন দেহরক্ষী এবং গাড়ির চালক আহত হন।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।