ইসরাইলি বন্দরে আবার হামলা চালিয়েছে বাহরাইনের আল-আশতার ব্রিগেড
https://parstoday.ir/bn/news/west_asia-i137308-ইসরাইলি_বন্দরে_আবার_হামলা_চালিয়েছে_বাহরাইনের_আল_আশতার_ব্রিগেড
গাজাবাসী ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বাহরাইনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ‘আল-আশতার ব্রিগেড’ দ্বিতীয়বারের মতো ইসরাইলি বন্দরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৫, ২০২৪ ১০:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলি বন্দরে আবার হামলা চালিয়েছে বাহরাইনের আল-আশতার ব্রিগেড

গাজাবাসী ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বাহরাইনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ‘আল-আশতার ব্রিগেড’ দ্বিতীয়বারের মতো ইসরাইলি বন্দরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

এটি বলেছে, তারা গত ২ মে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। আরব বিশ্বে এইলাত বন্দর উম্মুর রাশরাশ নামে পরিচিত। 

আল-আশতার ব্রিগেড গতকাল (শনিবার) প্রকাশিত এক বিবৃতিতে আরো বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এ হামলা চলতে থাকবে।

এর আগে এই ব্রিগেড গত ২ মে প্রথমবারের মতো ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছিল। এটি বলেছিল,  তারা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ২৭ এপ্রিল ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে।

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে যে হামলা চালিয়ে আসছিল তাতে যোগ দিল বাহরাইনের এই প্রতিরোধ সংগঠন। এরইমধ্যে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে। #

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন