চলমান পশ্চিম এশিয়া: উদ্ধার করতে গিয়ে স্বদেশী পণবন্দীদের হত্যা করেছে ঘাতক ইসরাইলি বাহিনী
(last modified Sun, 09 Jun 2024 14:38:15 GMT )
জুন ০৯, ২০২৪ ২০:৩৮ Asia/Dhaka
  • চলমান পশ্চিম এশিয়া: উদ্ধার করতে গিয়ে স্বদেশী পণবন্দীদের হত্যা করেছে ঘাতক ইসরাইলি বাহিনী

পশ্চিম এশিয়ায় প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা। গাজা যুদ্ধকে ঘিরে দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর তৎপরতাও বাড়ছে।

দখলদার ইসরাইলের অভ্যন্তরের ইরাকি প্রতিরোধকামীদের আক্রমণ

ইরাকের ইসলামি প্রতিরোধ সংস্থার যোদ্ধারা দখলদার ইসরাইলের কায়সারেহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। 'সাইয়্যেদুশ শুহাদা' ব্রিগেডের মুখপাত্র শেখ কাজেম আল-ফারতোসি ঘোষণা করেছেন, ইহুদিবাদী ইসরাইলের কেন্দ্রস্থলে ইরাকি প্রতিরোধ সংগ্রামীদের ড্রোন আঘাত হেনেছে। ফিলিস্তিনের সমর্থনে ইসরাইল-বিরোধী চলমান সংগ্রামে এটি একটি বড় অগ্রগতি।

 

ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে 'শিশু ঘাতক' ঘোষণা করেছে জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দখলদার ইসরাইলকে শিশু-হত্যাকারী দেশগুলোর কালো তালিকায় স্থান দেওয়া  হয়েছে। ইসরাইলের টিভি চ্যানেল-থার্টিনের প্রতিবেদনে এ তথ্য স্বীকার করা হয়েছে।  ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি আক্রমণে এ পর্যন্ত ১৫ হাজার ৫১৭ জন ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে।  

 

সিরিয়ার দামেস্কে আন্তর্জাতিক মুজাহিদিন সম্মেলন অনুষ্ঠিত 

সিরিয়ার রাজধানী দামেস্কে আন্তর্জাতিক মুজাহিদিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করতে 'আয়াতুল্লাহ রায়িসি এবং আমির আবদুল্লাহিয়ানের ভূমিকা' নিয়ে আলোচনা হয়েছে। একদিনের এই সম্মেলনে ইরানসহ বিভিন্ন মুসলিম দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী এবং সংসদ সদস্যরা অংশ নেন।

 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী: গাজা আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইস্তাম্বুলে অনুষ্ঠিত ডি-৮ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকের অবকাশে বলেছেন, গাজা স্পষ্টভাবে আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতা দেখিয়ে দিয়েছে। তুরস্ক গাজায় ইসরাইলি জুলুমের বিষয়ে তুরস্ক চুপ থাকবে না বলে তিনি জানান। 


গাজা যুদ্ধে শহীদের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ৮৩ হাজার ৬৮০ জন।  ১০ হাজারের বেশি ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছে। তারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে। 


ইসরাইলি বাহিনী কয়েকজন পণবন্দীকে হত্যা করেছে

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) এর সামরিক শাখা আল-কাস্সাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, কিছু ইসরাইলি পণব্ন্দীকে মুক্ত করতে গিয়ে ঘাতক ইসরাইলি সেনারা অপর কয়েকজন ইসরাইলি পণবন্দীকে হত্যা করেছে। ইসরাইলি বাহিনী গাজা থেকে কয়েকজন পণবন্দীকে মুক্ত করার দাবি করার পর এই খবর এলো। 


অসুস্থ শিশুদের পুষ্টি সহায়তা কর্মসূচিতে ইরানের সাফল্য

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিটি নিউট্রিশন ইমপ্রুভমেন্ট দপ্তরের পরিচালক আহমাদ ইসমাইলজাদেহ জানিয়েছেন, শিশুদের বিকাশ পর্যবেক্ষণ কার্যক্রমের আওতায় দেশের ৬০ হাজার শিশুকে পুষ্টি সহায়তা দেওয়া হয়েছে। ইমাম খোমেনী ত্রাণ কমিটি তাদেরকে সহায়তা প্রদান করেছে এবং এসব শিশু সুস্থ হয়ে উঠেছে।  


লোহিত সাগরে ২ জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনিরা

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে ইসরাইল-অভিমুখী দুটি জাহাজে হামলা চালানো হয়েছে। বর্ণবাদী ইসরাইলের ইয়েলেত বন্দরের দিকে যাওয়ার সময় এই দু'টি জাহাজ সামুদ্রিক আইনও লঙ্ঘন করেছে। 


অন্যান্য সংবাদ শিরোনাম:
বাহরাইনের রাজা: আমরা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছি
ইসরাইলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
ইয়েমেনের হুদায়দা বিমানবন্দরে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনীর বিমান হামলা
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার ইহুদিবাদী বসতি স্থাপনকারীর বিক্ষোভ
ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ

পার্সটুডে/‌এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লে্খা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ