ইয়েমেন ইসরাইলের সাথে সম্পর্কিত আরও তিনটি জাহাজে হামলা চালিয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i138616-ইয়েমেন_ইসরাইলের_সাথে_সম্পর্কিত_আরও_তিনটি_জাহাজে_হামলা_চালিয়েছে
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলের সেবাদানকারী আরো তিনটি জাহাজে সফল হামলা চালানো হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ১৪, ২০২৪ ১৭:২৭ Asia/Dhaka
  • ইয়েমেন ইসরাইলের আরও তিনটি জাহাজে হামলা চালিয়েছে
    ইয়েমেন ইসরাইলের আরও তিনটি জাহাজে হামলা চালিয়েছে

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলের সেবাদানকারী আরো তিনটি জাহাজে সফল হামলা চালানো হয়েছে।

পার্স টুডের রিপোর্টে বলা হয়েছে, ইয়াহিয়া সারি বৃহস্পতিবার রাতে বলেছেন যে ইয়েমেনের সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় ইসরাইলের সাথে যুক্ত ভারবেনা, সিগার্ডিয়ান এবং  আথিনা নামে তিনটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজা যুদ্ধের শুরু থেকেই, ইয়েমেনি সেনা বাহিনী এবং হুথি যোদ্ধারা, ফিলিস্তিনি জনগণের  সমর্থনে ইসরাইলের সাথে সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে আসছে। এমনকি তারা ইসরাইলি বন্দরেও হামলা চালাচ্ছে। ফলে  তেল আবিবের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।