অনতিবিলম্বে অধিকৃত অঞ্চল ত্যাগ করতে হবে
(last modified Sun, 30 Jun 2024 13:27:53 GMT )
জুন ৩০, ২০২৪ ১৯:২৭ Asia/Dhaka
  • অনতিবিলম্বে অধিকৃত অঞ্চল ত্যাগ করতে হবে

পার্সটুডে-একটি ইহুদিবাদী সংবাদপত্র লিখেছে, গাজায় ইসরাইলের জন্য বিপর্যয়কর পরাজয় অপেক্ষা করছে। খুব দেরি হওয়ার আগেই ইহুদিবাদীদের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে পত্রিকাটি।

হারেৎজ নামের ওই পত্রিকার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে, চারদিক থেকে অধিকৃত অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য ব্যাপক কানাঘুষা শোনা যাচ্ছে। তাদের মনে হয় নিজেদের বাড়িঘরে আগুন লেগেছে, এখন মাথার ওপরে ছাদ ধসে পড়ার আগেই তাদের চলে যাওয়া উচিত।

তারা মনে করে, অবশ্যই তাদের সন্তানদের বাঁচাতে হবে এবং অনেক দেরি হওয়ার আগেই ইসরাইল অধিকৃত অঞ্চল থেকে পালাতে হবে।

ইহুদিবাদী ওই দৈনিক আরও লিখেছে, দখলকৃত অঞ্চলের বাসিন্দারা নিজেদের অস্তিত্বের হুমকি অনুভব করছে। এই হুমকি রোধ করতে গাজায় গত ৯ মাস ধরে ইসরাইল আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তাদের ওই হামলায় কয়েক হাজার ফিলিস্তিনি মারা গেছে, যাদের বেশিরভাগই ছিল নির্দোষ।

ইহুদিবাদী ইসরাইল কনফুসিয়াসের মতো উন্মাদনাপূর্ণ আচরণ করছে বলে পত্রিকাটি লিখেছে। কনফুসিয়াস বলেছিলেন: প্রতিশোধ নেওয়ার আগে দুটি কবর খনন করো।

হারেৎজ আরও লিখেছে: ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন কেবল ইসরাইলি বন্দীদেরকেই মৃত্যুর ঝুঁকিতে ফেলে নি বরং দখলকৃত পুরো অঞ্চল মানে ইসরাইলের অস্তিত্বকেই সংকটের মুখে ফেলে দিয়েছে।

ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতি দিনে দিনে আরও খারাপ হচ্ছে। এ কারণে তেল আবিব আন্তর্জাতিক অঙ্গনেও কোনঠাসা হয়ে পড়েছে।

উপরন্তু, ইসরাইলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি এতিম হয়েছে, যাদের সবাই ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়।

ইহুদিবাদী এই পত্রিকা লিখেছে, তেলআবিব যে বিজয়ের পেছনে ঘুরছে তা হবার নয়। বরং এ অঞ্চলের মানচিত্রের দিকে তাকালে যে বিষয়টি দেখা যায় তা মোটেই সুখকর নয় বরং বেদনাদায়ক। তেল আবিবের নেতারা নিজেদের জন্য একটি বেদনাদায়ক, কঠিন এবং ভয়ঙ্কর পরাজয় ছাড়া আর কিছুই আশা করতে পারে না।#

পার্সটুডে/এনএম/৩০                       

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ