এক নজরে উপনিবেশবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর সর্বশেষ হামলাগুলো
https://parstoday.ir/bn/news/west_asia-i139268-এক_নজরে_উপনিবেশবাদী_ইসরাইলের_বিরুদ্ধে_প্রতিরোধ_সংগঠনগুলোর_সর্বশেষ_হামলাগুলো
পার্সটুডে- ৪৪ জন ইসরাইলি সেনার আহত হওয়া, ইসরাইলি অবস্থানগুলোতে হিজবুল্লাহ, ইয়েমেন ও ইরাকের প্রতিরাধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র হামলা এবং হামাস যোদ্ধাদের হাতে ইহুদিবাদী সেনাদের সাঁজোয়া যান ধ্বংস ছিল গত ২৪ ঘণ্টায় উপনিবেশবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সর্বশেষ হামলার কয়েকটি নমুনা।
(last modified 2025-07-29T13:26:29+00:00 )
জুলাই ০৪, ২০২৪ ১১:০৪ Asia/Dhaka
  • এক নজরে উপনিবেশবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর সর্বশেষ হামলাগুলো

পার্সটুডে- ৪৪ জন ইসরাইলি সেনার আহত হওয়া, ইসরাইলি অবস্থানগুলোতে হিজবুল্লাহ, ইয়েমেন ও ইরাকের প্রতিরাধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র হামলা এবং হামাস যোদ্ধাদের হাতে ইহুদিবাদী সেনাদের সাঁজোয়া যান ধ্বংস ছিল গত ২৪ ঘণ্টায় উপনিবেশবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সর্বশেষ হামলার কয়েকটি নমুনা।

মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ সংগঠনগুলো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আপাদমস্তক সশস্ত্র ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে নজিরবিহীন সাহসিকতা প্রদর্শন করেছেন। প্রকৃতপক্ষে গত নয় মাসের যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টই শক্তিশালী অবস্থানে থেকে লড়াই করে এসেছে। পার্সটুডের রিপোর্ট অনুসারে, ইসরাইলি সেনাবাহিনী একথা স্বীকার করেছে যে, সোম ও মঙ্গলবার তাদের ৪৪ সেনা আহত হয়েছে যাদের মধ্যে ১৪ জন আহত হয়েছে গাজা উপত্যকার সংঘর্ষে।ইহুদিবাদী বাহিনী বুধবারও গাজায় তাদের একজন সেনাকে হারিয়েছে। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ইসরাইলি সেনার সংখা ৬৭৪ জনে পৌঁছৈছে। এদিকে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের উত্তর অংশে আবারও ব্যাপক রকেট হামলা চালিয়েছে। বুধবার রাতে হিজবুল্লাহ ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ১০০ কাতিউশা রকেট ছুড়েছে।

ওদিকে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন: তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরে অভিযান চালিয়েছেন। তিনি বলেন, এসব হামলা ছিল নিখুঁত এবং ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সারি বলেন, গাজায় ইসরাইলি অপরাধজ্ঞ ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে ইয়েমেনের অভিযান চলেতে থাকবে।

ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযানটি তারা চালিয়েছে একটি মেরকাভা ট্যাংক লক্ষ্য করে ইয়াসিন-১০৫ নামক শেল নিক্ষেপ করে। উত্তর গাজার, গাজা সিটির নিকটবর্তী শুজাইয়া আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।   

ওদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরাইলের ১৩০টি ইহুদি উপশহর খালি করে এর অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।  এসব বাস্তুহারা ইহুদিবাদীকে রাখার জন্য হোটেল ছাড়া আর কোনো জায়গা পায়নি ইসরাইল। এ কারণে ইসরাইলের প্রায় সবগুলো হোটেল বস্তুত আশ্রয়হীন ইসরাইলিতে ঠাসা রয়েছে।

অন্যদিকে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় কয়েক সপ্তাহ আগে এক বিবৃতিতে তাদের সেনা অবস্থান ও ইহুদি বসতিগুলোতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত আক্রমণের ক্ষয়ক্ষতি স্বীকার করেছে।  ওই মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত ইহুদিবাদীদের ৮৬টি বসতির ৯৩০টি বাড়ি ও ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে।

এদিকে, ইসরাইলের অবসরপ্রাপ্ত রিজার্ভ জেনারেল ইজহাক ব্রিক এক টিভি টক-শোতে বলেছেন, গাজা যুদ্ধে ইসরাইল বিজয়ী হবে না। নেতানিয়াহু সরকার ইসরাইলি জনগণের সঙ্গে প্রতারণা করছে ও তাদেরকে মিথ্যা বলছে। তিনি বলেন, গাজায় হামাস যোদ্ধাদের হত্যা করার যে দাবি ইসরাইল করছে তা সত্য নয়। হামাস যোদ্ধাদের ইসরাইলি সেনারা খুঁজে পায় না। তারা টানেলের মধ্যে থাকে এবং আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে অভিযান চালিয়ে আবার মাটির নীচে চলে যায়।  এই ইসরাইলি জেনারেল বলেন, গাজা-মিশর সীমান্তে ভূগর্ভের ৫০ মিটার নীচে টানেল তৈরি করেছে হামাস। ওইসব টানেল দিয়ে মিশরের সিনাই উপত্যকা থেকে অস্ত্র আমদানি করে ফিলিস্তিনি যোদ্ধারা।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।