ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রাণঘাতী যত ভুল
(last modified Mon, 29 Jul 2024 04:01:46 GMT )
জুলাই ২৯, ২০২৪ ১০:০১ Asia/Dhaka
  • গোলান মালভূমিতে মোতায়েন আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থা
    গোলান মালভূমিতে মোতায়েন আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থা

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরাইলি দ্রুজ নাগরিক হতাহত হয়েছে। এ ঘটনায় ইসরাইলেরই কিছু গণমাধ্যম আয়রন ডোমের ভুলের কথা স্বীকার করেছে।

ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ যোদ্ধাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে আয়রন ডোমের ব্যর্থতা ও ভুল সাম্প্রতিক সময়ে ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পার্সটুডে ফার্সির মতে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে বিপুল অর্থ ব্যয় করা সত্ত্বেও এগুলোর ব্যর্থতা ইসরাইলিদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।

ইহুদিবাদী আয়রন ডোম ব্যবহার করে ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ যোদ্ধাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করলেও গত ১০ মাসে বহুবার ইসরাইলি সামরিক স্থাপনা ও বসতিগুলোতে এসব ক্ষেপণাস্ত্র ও রকেট আঘা হেনেছে। এসব ঘটনায় প্রমাণিত হয়েছে, আয়রন ডোম নিয়ে যতটা প্রচার চালানো হয় বাস্তবতা তার থেকে ভিন্ন এবং এগুলোর পক্ষে সব ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব নয়।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি ইসরাইলের অভ্যন্তরে গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইহুদিবাদীদের বহু স্পর্শকাতর স্থাপনার ছবি ও ভিডিও ধারন করে তা প্রচার করেছে। এসব স্পর্শকাতার স্থাপনার মধ্যে রয়েছে হাইফার নৌবন্দর ও বিভিন্ন স্থানে বসানো আয়রন ডোমের ব্যাটারি। ইসরাইলের অভ্যন্তরে ঘণ্টার পর ঘণ্টা ড্রোন উড়িয়ে তা লেবাননে ফিরিয়ে নেয়ার ঘটনায় আয়রন ডোমের ব্যর্থতা প্রকট আকারে ধরা পড়েছে।

পার্সটুডে ফার্সি জানাচ্ছে, হিজবুল্লাহর গোয়েন্দা ড্রোনগুলো ইসরাইলের দিমুনা পরমাণু স্থাপনা থেকে ৪০ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হয়েছে। এই ঘটনায় ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।

হিজবুল্লাহ ধারাবাহিকভাবে তার গোয়েন্দা ড্রোনগুলোর এ সাফল্য প্রকাশ করার পর একজন পদস্থ ইসরাইলি সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং হাইফা বন্দরে আয়রন ডোমের পরিবর্তে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন করা হয়। এদিকে সম্প্রতিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে  না পারার চেয়েও মারাত্মক ব্যর্থতা ফুটিয়ে তুলেছে আয়রন ডোম। আয়রন ডোমের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরাইলি দ্রুজ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। 

আয়রন ডোম সিস্টেমের অপারেশন চলাকালীন ইসরাইলি সৈন্যদের অ্যামবুশের একটি ছবি

এ ঘটনায় ইসরাইলেরই কিছু গণমাধ্যম আয়রন ডোমের ভুলের কথা স্বীকার করেছে। দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, ইসরাইলি সেনাবাহিনী ভুল করে নিজের প্রায় অর্ধেক ড্রোন আকাশেই ধ্বংস করে দিচ্ছে।

২০২১ সালের মে মাসে আয়রন ডোম ইসরাইলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছিল। এ ধরনের ঘটনায় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ত্রুটি ধরা পড়ে।

ইহুদিবাদী ইসরাইলের ১৮তম কারিগরি ব্রিগেডের জেনারেল ও কমান্ডার ইয়োসি ল্যাঙ্গোটস্কি, হিব্রু দৈনিক ‘মারিভ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন: “আয়রন ডোম ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর রকেট হামলা বন্ধ করতে তার অদক্ষতা এবং অক্ষমতা প্রমাণ করেছে।” তিনি গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের ব্যর্থতার দিকেও ইঙ্গিত করেছেন এবং সতর্ক করে দিয়ে বলেছেন যে, এই ব্যর্থতার কারণে ভবিষ্যতে ইসরাইলকে চড়া মূল্য দিতে হতে পারে।

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রগুলিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করার কারণে এই ক্ষেপণাস্ত্রগুলির ইসরাইলি লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত করার ক্ষমতা বেড়েছে এবং আয়রন ডোমের প্রতিহত করার ক্ষমতা হ্রাস পেয়ৈছে। এছাড়াও, হ্যাকিং গ্রুপ ‘অ্যানোনিমাস সুদান’ সম্প্রতি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক করতে সক্ষম হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ব্যর্থতা এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যের কারণ প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র মোকাবেলায় আয়রন ডোমের অক্ষমতা এবং ভুল। এই ইস্যুটি নতুন নিরাপত্তা হুমকি মোকাবেলায় ইসরাইলকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ