পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i14146-পিকেকের_শীর্ষস্থানীয়_কমান্ডার_নিহত
কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার ফেমান হোসেইন ওরফে বাহোজ আরদাল নিহত হয়েছেন। তুরস্ক সংলগ্ন উত্তরপূর্বাঞ্চলীয় সিরিয়ার একটি নগরীর কাছে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০১৬ ১৩:৩২ Asia/Dhaka
  • কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার ফেমান হোসেইন ওরফে বাহোজ আরদাল
    কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার ফেমান হোসেইন ওরফে বাহোজ আরদাল

কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার ফেমান হোসেইন ওরফে বাহোজ আরদাল নিহত হয়েছেন। তুরস্ক সংলগ্ন উত্তরপূর্বাঞ্চলীয় সিরিয়ার একটি নগরীর কাছে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন তিনি।

সিরিয়ার বিরোধী বিগ্রেড তেল হামিসের মুখপাত্র তুরস্কের রাষ্ট্র পরিচালিত আনাদোলু সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, কমান্ডার ফেমান হোসেইনের গাড়ির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে তিনি নিহত হন। হামলায় হোসেইনের দেহরক্ষীসহ আরো সাত ব্যক্তি নিহত হয়েছেন।

কিন্তু পিকেকে’র সামরিক শাখা পিপলস ডিফেন্স লিগ বা এইচপিজি’র নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র, এ খবর অস্বীকার করেছেন। তিনি ফেমান হোসেইন নিহত হয়ার খবরকে নাকচ করে দেন।

ফেমান হোসেইন ১৯৬৯ সালে সিরিয়ায় জন্মগ্রহণ করেন। দামেস্কের ফ্যাকাল্টি অব মেডিসিনে চিকিৎসা বিদ্যা নিয়ে অধ্যয়ন করেন তিনি। ১৯৯০’এর দশকে তিনি পিকেক’তে যোগ দেন। সে সময় বাহোজ আরদাল ছদ্মনামে বেশ পরিচিত হয়ে ওঠেন তিনি।

তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত এইচপিজি’র প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। দক্ষিণপূর্বাঞ্চলীয় তুরস্কে সেনাবাহিনীর ওপর কথিত অনেক হামলার জন্য তাকে গ্রেফতারের চেষ্টা করছিল আঙ্কারা কর্তৃপক্ষ।#

পার্সটুডে/মূসা রেজা/১০