আল আকসা অভিযানের পর ইসরাইলে তুর্কি ইস্পাত রপ্তানি ১০০ গুণ বেড়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i142570-আল_আকসা_অভিযানের_পর_ইসরাইলে_তুর্কি_ইস্পাত_রপ্তানি_১০০_গুণ_বেড়েছে
যদিও তুর্কি রাষ্ট্রনায়করা দাবি করেছেন যে তারা ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে ইস্পাত রপ্তানি সীমিত করেছে তবে প্রাপ্ত পরিসংখ্যানগুলোর মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে ইসরাইলের কাছে দেশটির ইস্পাত রপ্তানি ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১২, ২০২৪ ১৫:১৮ Asia/Dhaka
  • আল আকসা অভিযানের পর ইসরাইলে তুর্কি ইস্পাত রপ্তানি ১০০ গুণ বেড়েছে

যদিও তুর্কি রাষ্ট্রনায়করা দাবি করেছেন যে তারা ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে ইস্পাত রপ্তানি সীমিত করেছে তবে প্রাপ্ত পরিসংখ্যানগুলোর মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে ইসরাইলের কাছে দেশটির ইস্পাত রপ্তানি ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে।

তুর্কি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা টিআইএম একটি প্রতিবেদনে ঘোষণা করেছে যে গত ৮ মাসে ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে তুরস্কের ইস্পাত রপ্তানি ১০০ গুণ বেড়েছে। পার্সটুডে জানাচ্ছে যে তুর্কি সাংবাদিক মেতিন জেইহান এই প্রসঙ্গে বলেছেন, তুরস্ক ইসরাইলি সেনাবাহিনীর জন্য ইস্পাতের চাহিদা সরবরাহ অব্যাহত রেখেছে। তবে শুল্ক নথিতে ফিলিস্তিনের নামে রপ্তানির মিথ্যা নথিভুক্ত করেছে।

মিডল ইস্ট আই ওয়েবসাইটও এক প্রতিবেদনে দাবি করেছে যে তুর্কি ব্যবসায়ীরা ইসরাইলে কিছু পণ্য রপ্তানি বাড়িয়েছে। কারণ সরকার এ বিষয়ে কঠোর নয়। আল-আকসা তুফান অভিযানের কয়েকদিন পর তুর্কি সরকার ঘোষণা করেছিল যে তারা ইসরাইলে ইস্পাতসহ কিছু পণ্য রপ্তানির মাত্রা কমিয়ে আনবে। ইসরাইল তার গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে ইস্পাত ব্যবহার করে। প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ইহুদিবাদী ইসরাইলের ইস্পাত চাহিদার ৬৫ ভাগ তুরস্ক সরবরাহ করে।#

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।