ইসরাইলি অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ; সামরিক এবং নিরাপত্তার জন্য বিশাল বাজেট
https://parstoday.ir/bn/news/west_asia-i145890-ইসরাইলি_অর্থনীতির_জন্য_নতুন_চ্যালেঞ্জ_সামরিক_এবং_নিরাপত্তার_জন্য_বিশাল_বাজেট
পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের একটি গণমাধ্যম স্বীকার করেছে যে, হামাসের আল-আকসা ঝড় অভিযানে শুধু যে ইসরাইলের অপমানজনক ব্যর্থতা ফুটে উঠেছে তাই নয় একই সাথে পরবর্তী দশকের জন্য ইসরাইলকে তার নিরাপত্তা এবং সামরিক বাজেট ব্যাপকভাবে বৃদ্ধি করতে বাধ্য করেছে৷
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
জানুয়ারি ১২, ২০২৫ ১৯:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলি অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ; সামরিক এবং নিরাপত্তার জন্য বিশাল বাজেট
    ইসরাইলি অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ; সামরিক এবং নিরাপত্তার জন্য বিশাল বাজেট

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের একটি গণমাধ্যম স্বীকার করেছে যে, হামাসের আল-আকসা ঝড় অভিযানে শুধু যে ইসরাইলের অপমানজনক ব্যর্থতা ফুটে উঠেছে তাই নয় একই সাথে পরবর্তী দশকের জন্য ইসরাইলকে তার নিরাপত্তা এবং সামরিক বাজেট ব্যাপকভাবে বৃদ্ধি করতে বাধ্য করেছে৷

হিব্রু ভাষায় অর্থনৈতিক বিষয়ক সংবাদপত্র "ডি মার্কার" ব্যাংক অফ ইসরাইলের মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে লিখেছে: গাজা যুদ্ধে ইসরাইলকে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার কোটি শেকেল খরচ করতে হয়েছে, যার মধ্যে রয়েছে সরাসরি যুদ্ধের খরচ, ব্যাপক বেসামরিক মানুষের চাহিদা পূরণ ও ক্ষয়ক্ষতি। কিন্তু এই পরিসংখ্যান তেলআবিব যে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে তার একটি ক্ষুদ্র অংশ মাত্র কারণ ইসরাইলিদেরকে এখন নিরাপত্তা ও সামিরক ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে।

পার্সটুডে, তাসনিমকে উদ্ধৃত করে এই বিষয়ে ইসরাইলের অবস্থা পরীক্ষা করার জন্য ইসরাইলি সরকারের মন্ত্রিসভার গঠিত "নাগেল" কমিটি সুপারিশ করেছিল যে আগামী দশকে ইসরাইলের সামরিক বাজেট ২৭ হাজার ৫০০ কোটি শেকেল বৃদ্ধি করা হবে।

এই পরিবর্তনের ফলে প্রতিটি ইসরাইলি নাগরিকের কাঁধে ১০,০০০ শেকেল বোঝা চাপতে পারে, যেখানে এর আগে প্রতিটি ইসরাইলির কাঁধে ছিল ৭,০০০ শেকেলের বোঝা।

ডি মার্কারের এই প্রতিবেদনের আরেকটি অংশে  বলা হয়েছে, এই অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। যদিও অর্থমন্ত্রণালয় এই বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে কিন্তু, নাগেল কমিটি এ সংক্রান্ত বৈঠক পিছিয়ে দিয়েছে। তবে তেলআবিব এখন পর্যন্ত এই বিপুল অর্থ যোগানোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট সমাধান দেয়নি।

ইসরাইলের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ হল আহত সৈন্যদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যয়ভার যার পেছনে বিরাট অর্থ খরচ তাদের সামনে অপেক্ষা করছে।

এই প্রেক্ষাপটে, ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ শনিবার ঘোষণা করেছিলেন যে বর্তমান যুদ্ধ ইসরাইলের উপর ভারী এবং বেদনাদায়ক খরচ চাপিয়ে দিয়েছে। কেননা কেবল গত সপ্তাহে ১০ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।

গাজায় এমন সময় ইসরাইলের যুদ্ধাপরাধ অব্যাহত রয়েছে যখন, বেশ কয়েকটি ইসরাইলি মিডিয়া ইসরাইলি সেনাদের হতাহতের পরিসংখ্যান ঘোষণা করার ক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর বিধিনিষেধের কথা উল্লেখ করেছে। তারা জানিয়েছে এই যুদ্ধে বহু সংখ্যক ইসরাইলি সৈন্য হতাহত হওয়ার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।