তুরস্কের উচিত ইরাকে হস্তক্ষেপ বন্ধ করা: ইরাকের প্রেসিডেন্ট
(last modified Sat, 25 Jan 2025 10:03:04 GMT )
জানুয়ারি ২৫, ২০২৫ ১৬:০৩ Asia/Dhaka
  • ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ
    ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ

পার্সটুডে: ইরাকে হস্তক্ষেপ বন্ধ করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানালেন ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ।

ইরাকের প্রেসিডেন্ট তার দেশের ব্যাপারে তুরস্কের হস্তক্ষেপের সমালোচনা করে বলেছেন: দুর্ভাগ্যবশত, কুর্দিস্তান অঞ্চলে তুর্কি বাহিনী আমাদের বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে। এই হস্তক্ষেপ বন্ধ করার জন্য আমরা তুরস্কের প্রতি আহ্বান জানাচ্ছি। পার্সটুডে আরও জানিয়েছে, আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে আব্দুল লতিফ রশিদ জোর দিয়ে বলেছেন: ইরাক একটি স্বাধীন, সার্বভৌম দেশ। বাগদাদ কোনো দেশকে ইরাকের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেবে না বলেও তিনি মন্তব্য করেন।

তুরস্ক দীর্ঘদিন ধরে ইরাকের সন্ত্রাসী তালিকায় থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকে বাহিনীকে মোকাবেলা করার অজুহাতে ইরাকের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে আসছে। বাগদাদ বহুবার উত্তর ইরাকে তুর্কি আক্রমণকে দখলদারিত্বের উদাহরণ বলে অভিহিত করেছে।

ওই সাক্ষাৎকারে ইরাকি প্রেসিডেন্ট ইরানকে ইরাকের জন্য একটি মহান এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলেও বিবেচনা করেছেন। তিনি বলেছেন: বাগদাদ এবং তেহরানের মধ্যকার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

তিনি আরও বলেন: ইরান ও ইরাকের জনগণ সামাজিক, ধর্মীয় এবং এমনকি পারিবারিক দিক থেকেও পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।