প্রতিরোধ নেতার প্রতি পশ্চিম এশিয়ার জনগণের আনুগত্যের নবায়ন; বিশ্লেষকরা কী বললেন?
(last modified Sun, 23 Feb 2025 13:51:11 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১৯:৫১ Asia/Dhaka
  • যথাযোগ্য মর্যাদায় সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর জানাজা অনুষ্ঠিত
    যথাযোগ্য মর্যাদায় সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর জানাজা অনুষ্ঠিত

পার্সটুডে-লেবাননের হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজা উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ (রবিবার, ২৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই বৈরুতে উপস্থিত হয়েছেন বিশ্বের ৭৯টি দেশের সরকারি ও জনপ্রতিনিধিবর্গ।

পশ্চিম এশিয়ার দেশগুলোসহ বিশ্বের অন্যান্য দেশের লক্ষ লক্ষ প্রতিরোধপ্রেমি জনগণ ভোরবেলা থেকেই জানাযা স্থলে সমবেত হতে শুরু করেছেন। শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন-এই দুই সম্মানিত শহীদকে বিদায় জানাতে এবং তাদের অঙ্গীকার পুনর্নবায়ন করতে জানাজা অনুষ্ঠানে আসেন তারা। পার্সটুডের এই গুরুত্বপূর্ণ নিবন্ধে বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে নির্বাচিত কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরা হলো।

সাইয়েদ হাসান নাসরুল্লাহর জানাজায় জনসমাগমের ব্যাখ্যা দিতে গিয়ে কেইহান পত্রিকা লিখেছে: লেবাননের বিমানবন্দরগুলো এমন সব শোকার্তদের সমাগমে পরিপূর্ণ, যারা কারও আদেশ কিংবা বাধ্য হয়ে নয় বরং ভালোবাসা ও আনুগত্যে ভরা হৃদয় নিয়ে, এমন একজন মানুষকে শ্রদ্ধা ও সম্মান জানাতে বেরিয়েছেন যিনি বছরের পর বছর ধরে প্রতিরোধের কণ্ঠস্বর সমুন্নত রেখেছিলেন। তেহরান-ভিত্তিক সংবাদপত্রটি আরও বলেছে: এটি কেবল একটি বিদায় অনুষ্ঠান নয়; যারা ভেবেছিল গোলাগুলি ও অগ্নি সন্ত্রাসের মাধ্যমে প্রতিরোধ নেতার হাতে থাকা পতাকাটি মাটিতে লুণ্ঠিত করতে পারবে, তাদের প্রতি এটি একটি জোরালো জবাব।

 

লেবাননি বিশ্লেষক: জানাজা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের অংশ

লেবাননের বিশ্লেষক হোসেইন মোর্তজা বিশ্বাস করেন, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজা অনুষ্ঠানে জনগণের অংশগ্রহণ আসলে প্রতিরোধের নেতা এবং স্বয়ং প্রতিরোধের প্রতি বন্ধুত্ব এবং আনুগত্যের পুনরায় নবায়নের প্রতীক। এই অনুষ্ঠানে জনগণের উপস্থিতি শত্রুর বিরুদ্ধে যুদ্ধের অংশ এবং প্রতিরোধের প্রতি জনগণের সমর্থনের প্রতিফলন। হিজবুল্লাহ লেবানন সরকারের অংশ এবং এই সরকারে তাদের উপস্থিতি যথারীতি থাকবে।

 

ফিলিস্তিনি কর্মকর্তা: নাসরুল্লাহর জানাজা আমেরিকা এবং ইহুদিবাদী শত্রুদের প্রতি একটি বার্তা

ফিলিস্তিনের সাবেরিন আন্দোলনের মহাসচিব হিশাম সালেম বলেছেন: লেবাননে হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজা আমেরিকা এবং ইহুদিবাদী শত্রুদের প্রতি একটি বার্তা দিচ্ছে। তা হলো প্রতিরোধ এখনও শক্তিশালী এবং তার পদক্ষেপ অব্যাহত থাকবে। সালেম জোর দিয়ে বলেন: শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ হাশেম সাফিউদ্দীনের জানাজার বিশেষ করে এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য ও বার্তা রয়েছে। জানাজা অনুষ্ঠানটি আমেরিকা, ইহুদিবাদী শত্রুদের একটি জোরালো বার্তা দিচ্ছে। বার্তাটি হলো প্রতিরোধ এখনও শক্তিশালী এবং শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর পথেই চলবে-যিনি বলেছিলেন-আমরা ফিলিস্তিনকে মুক্ত করব এবং আল-কুদস মসজিদে নামাজ আদায় করব।

 

নাসরুল্লাহর জানাজা আন্তর্জাতিক পর্যায়ে হিজবুল্লাহর ধারাবাহিকতার লক্ষণ

লেবাননের বিখ্যাত টিভি অনুষ্ঠান 'ভিশন ২০৩০' এর রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক আলবার্ট কোস্তানিয়ান ফ্রান্স টুয়েন্টি ফোর-এর সাথে এক সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন: নাসরাল্লাহ কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না বরং এ অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তারকারী একজন ধর্মীয় ব্যক্তিত্বও ছিলেন। আহলে বাইতের বহু অনুসারী তাকে একজন ঐতিহাসিক নেতা এবং সংস্কারক বলে মনে করেন। নাসরাল্লাহর জানাজা কেবল নাসরাল্লাহকে সম্মান জানাতে নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে হিজবুল্লাহর অব্যাহত উপস্থিতিরও প্রমাণ।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।