কেন মহানবীর (সা) রওজাপাকের দরজাগুলো এখনও জিয়ারতকারীদের জন্য বন্ধ?
(last modified Sun, 02 Mar 2025 13:58:51 GMT )
মার্চ ০২, ২০২৫ ১৯:৫৮ Asia/Dhaka
  • কেন মহানবীর (সা) রওজাপাকের দরজাগুলো এখনও জিয়ারতকারীদের জন্য বন্ধ?
    কেন মহানবীর (সা) রওজাপাকের দরজাগুলো এখনও জিয়ারতকারীদের জন্য বন্ধ?

পার্স-টুডে-বিভিন্ন দেশ থেকে জিয়ারতকারীরা মহানবী মুহাম্মাদ (সা) পবিত্র রওজা বা মাজার জিয়ারতের আশা নিয়ে মদীনায় আসলেও সৌদি আরব সরকার তাদেরকে এই পবিত্র মাজার জিয়ারতে বাধা দিচ্ছে।

যেসব কাফেলা জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছে সেইসব কাফেলার কেবল এক তৃতীয়াংশ সদস্য সৌদি সরকারের সৃষ্ট নানা সীমাবদ্ধতার কারণে মহানবীর (সা) রওজাপাক জিয়ারতের সুযোগ পাচ্ছেন।  

পার্স-টুডের এক রিপোর্টে বলা হয়েছে, মহানবীর (সা) রওজার কর্তৃপক্ষ সীমিত সংখ্যক ব্যক্তির জন্য জিয়ারতের অনুমতি দেয়ার এবং এক্ষেত্রে ইন্টারনেট সাইটে নাম নিবন্ধন ও সিরিয়াল নেয়ার পদ্ধতি চালু করেছে; অথচ বেশিরভাগ দিনই জিয়ারতের জন্য নাম নিবন্ধনের সাইট বা পেইজে মুক্ত সময় পাওয়া যাচ্ছে না।

মসজিদুন্নববিতে মহানবীর (সা) রওজা জিয়ারতের ক্ষেত্রে পাকিস্তান, ভারত, মালয়েশিয়া ও ইরানসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের বেলায় এই সমস্যা বেশি দেখা যায়। তারা এই মহা-পবিত্র স্থান জিয়ারতের আশায় প্রতিদিন মসজিদে নববীর (সা) দরজাগুলোর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকছেন। অথচ ইরান ও ইরাকসহ বিভিন্ন দেশে জিয়ারত-কেন্দ্র বা পবিত্র স্থানগুলোতে যেমন মহানবীর (সা) পবিত্র আহলে বাইতের সদস্যদের মাজারে যে কেউ যে কোনো সময় সহজেই  জিয়ারত করতে পারছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ওআইসি বা ইসলামী সহযোগিতা সংস্থায় এ সমস্যা সমাধানের জন্য প্রস্তাব তোলা উচিত যাতে মুসলমানরা মহানবীর রওজা শরিফ কোনো সীমাবদ্ধতা ছাড়াই সহজেই জিয়ারত করতে পারেন।  #

পার্সটুডে/এমএএইচ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।