হামাসের সাথে মার্কিন আলোচনা: ট্রাম্প বুঝতে পেরেছেন প্রতিরোধ ভয় পায় না
(last modified Sat, 08 Mar 2025 10:23:34 GMT )
মার্চ ০৮, ২০২৫ ১৬:২৩ Asia/Dhaka
  • হামাসের সাথে মার্কিন আলোচনা: ট্রাম্প বুঝতে পেরেছেন প্রতিরোধ ভয় পায় না

পার্সটুডে-আরব বিশ্বের একজন বিখ্যাত বিশ্লেষক বলেছেন: আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের ওপর শর্ত আরোপ করতে মার্কিন সরকার এবং তাদের দূতের হতাশার ফলে ডোনাল্ড ট্রাম্প এখন আলোচনার পথে যাচ্ছেন।

পার্সটুডে আরও জানায়, আরব বিশ্বের একজন বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারী আতওয়ান হামাসের সাথে আমেরিকার সরাসরি আলোচনার ব্যাপারে কোনো কোনো আরব দেশের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি ও নীতিতে পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন: আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফিলিস্তিন প্রতিরোধের কাছে মার্কিন শর্তাবলী কিংবা হুমকির বার্তা দিয়ে ট্রাম্প সরকার এবং তার দূতেরা হতাশ হবার ফলে তিনি এখন আলোচনার দিকে ঝুঁকছেন।

তিনি আরও বলেন: হামাসের সাথে সরাসরি আলোচনার জন্য ট্রাম্পের পদক্ষেপ তখনই আসে যখন তিনি বুঝতে পারেন যে হামাস তার হুমকিতে ভীত নয়। এমনকি তাদের শক্তিশালী জনভিত্তির বিরুদ্ধে ট্রাম্প যতিই নরকের দরজা খুলে দেওয়ার ভয়ভীতি দেখাকনা কেন হামাস তাতে কোনোরকম ভয় পায় না। এ কারণে গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতি পরিকল্পনাসহ ট্রাম্পের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। একইভাবে তার স্থানান্তরের হুমকিরও উল্টো প্রভাব পড়েছিল এবং আরব নেতাদের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনেও তার হুমকির বিরোধিতা করেছে সবাই।

আতওয়ানের ভাষ্যমতে, ইহুদিবাদীদের দিয়ে আমেরিকার বোমা হামলার মাধ্যমে গণহত্যা চালানোর হুমকিও ব্যর্থতার পথে। হামাসের সাথে আমেরিকার আলোচনা কোনও উপহার কিংবা অনুগ্রহ নয়, বরং সকল প্রকার গণহত্যা এবং বাস্তুচ্যুতি পরিকল্পনার ব্যর্থতা এবং ফলাফলশূন্যতার স্বীকৃতি।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।