সিরিয়ার পর ওয়াশিংটনসহ পশ্চিমাদের পরবর্তী লক্ষ্যবস্তু হল ইরাক; বিভক্তির চেষ্টা তাদের
পার্সটুডে-একজন ইরাকি বিশ্লেষক তার দেশে আমেরিকার সেনাদের অব্যাহত উপস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন। বিশেষ করে ওয়াশিংটন-তেল আবিব নতুন মধ্যপ্রাচ্য প্রকল্পের আলোকে তিনি ওই সতর্কতা দেন।
ইরাকি বিশ্লেষক জুমা আল-আতওয়ানি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিপজ্জনক মধ্যপ্রাচ্য পরিকল্পনার আলোকে ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত রাখার বিপদ সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন: নেতানিয়াহু এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ঘোষিত পরিকল্পনার লক্ষ্য এ অঞ্চলের দেশগুলোকে বিভক্ত করা। বার্তা সংস্থা ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, আল-আতওয়ানি আরও বলেন: এই পরিকল্পনা গাজা এবং দক্ষিণ লেবাননের ধ্বংসের মাধ্যমে শুরু হয়ে সিরিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে। সিরিয়ার পর তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হল ইরাক।
আল-আতওয়ানি জোর দিয়ে বলেন: আমেরিকাসহ পশ্চিমা-আরব সমর্থনের ছায়ায় জাতি ও সম্প্রদায়ের ভিত্তিতে সিরিয়ার বিভাজন এমন একটি মডেল যা ইরাকের ক্ষেত্রে প্রয়োগ করা হবে এবং দেশটিকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হবে।
তিনি আরও বলেন: নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা যখন বাস্তবায়নের লক্ষণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তখন ইরাকে আমেরিকার বাহিনীর উপস্থিতি সে দেশের অস্তিত্বের জন্য একটি হুমকি।
এই বিশ্লেষক আরও বলেন: ইরাক সরকার সেপ্টেম্বরের শুরুতে আমেরিকার সামরিক উপস্থিতির অবসান ঘটাতে চাচ্ছে। ইরাকিরা এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করছে।#