গাজায় ইসরাইলি গণহত্যা অব্যাহত; বুধবার সকালের হামলায় ১৯ জন শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i150040-গাজায়_ইসরাইলি_গণহত্যা_অব্যাহত_বুধবার_সকালের_হামলায়_১৯_জন_শহীদ
পার্সটুডে - গাজা উপত্যকার হাসপাতাল সূত্র ঘোষণা করেছে, আজ (বুধবার) সকালে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় ১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৫, ২০২৫ ১৫:৩৬ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি বর্বরতার চিত্র
    গাজায় ইসরাইলি বর্বরতার চিত্র

পার্সটুডে - গাজা উপত্যকার হাসপাতাল সূত্র ঘোষণা করেছে, আজ (বুধবার) সকালে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় ১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

ইরানি টিভির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, শহীদদের মধ্যে ছয়জন খাদ্য  বিতরণ কেন্দ্রের সামনে সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

এর ফলে খাবার সংগ্রহ করতে যাওয়া শহীদের মোট সংখ্যা বেড়ে ৪৭৩ জনে দাঁড়িয়েছে এবং খাবার সংগ্রহ করতে যাওয়া আহতের সংখ্যা বেড়ে ৩,৬০২ জনে দাঁড়িয়েছে।

গাজা উপত্যকার স্থানীয় চিকিৎসা সূত্র মঙ্গলবার রাতে ঘোষণা করেছে, মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইলের হামলায় ৯৪ জন অসহায় বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।

 গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ পরিসংখ্যানে ঘোষণা করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ৫৬,০৭৭ জন শহীদ এবং ১,৩১,৮৪৮ জন আহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৫