জাতিসংঘ: গাজার জনসংখ্যার ৯০% এরও বেশি অপুষ্টির শিকার
গাজায় ইসরায়েলি গণহত্যা-যুদ্ধের ভয়াবহ শিকার ফিলিস্তিনি নবজাতকরা
-
ইসরায়েলি আগ্রাসন গাজার নবজাতকদের যে ভয়াবহ ক্ষতি করছে
পার্স টুডে- দখলদার ইহুদীবাদী ইসরায়েল গাজায় যে নৃশংস গণহত্যা অভিযান চালিয়ে যাচ্ছে তার অন্যতম প্রধান শিকার হচ্ছে সেখানকার নবজাতক শিশুরাও।
পার্স টুডে জানিয়েছে, গাজার নবজাতক শিশুরা বিভিন্ন দিক থেকে কিভাবে ইজরাইলের নৃশংস হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কিছুটা বিবরণ দিয়েছে গাজা নাউ বা 'এখনকার গাজা' নামের একটি চ্যানেল।
এই চ্যানেলের এক রিপোর্টে বলা হয়েছে, এবছরের প্রথম ছয় মাসে গাজায় জন্ম নিয়েছে ১৭ হাজার শিশু। তবে এদের মধ্যে ২ হাজার ৬০০ জন গর্ভপাতের শিকার হয়েছে, আর ২২০ জন ভ্রুণ থাকা অবস্থায় তথা জন্মের আগেই মারা গেছে।
একই রিপোর্টে বলা হয়েছে জন্ম নেয়ার পরে ৬৭ জন নবজাতক জন্মগত নানা সমস্যার শিকার হয়েছে। ২৫৩৫ জন নবজাতক স্বাস্থ্যগত ও শারীরিক সমস্যার কারণে ইনকিউবেটরে শয্যাশায়ী রয়েছে। ১৬০০ নবজাতক মাঝারি ধরনের ওজনের চেয়েও কম ওজনের অধিকারী হয়েছে। এছাড়াও ১৪৬০ নবজাতক স্বাভাবিক বা নির্ধারিত সময়ের আগেই নানা ধরনের অপূর্ণতা বা ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে।
এ প্রসঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও সাহায্য বিষয়ক জাতিসংঘের সংস্থা আনরাওয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা আদনান আবু হাসনা বলেছেন, গাজায় অভূতপূর্ব জেনেটিক বা বংশগতিগত পরিবর্তন নিয়ে জন্ম নিচ্ছে অপরিপূর্ণ শিশুরা। তিনি আরো বলেছেন গাজায় ৭০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে! এছাড়াও গাজার জনসংখ্যার ৯০% এরও বেশি অপুষ্টির শিকার।#
পার্স টুডে/ এম এ এইচ/ ১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।