ফিলিস্তিনির গাড়ি চাপায় আহত ৯ ইসরায়েলি
https://parstoday.ir/bn/news/west_asia-i150650-ফিলিস্তিনির_গাড়ি_চাপায়_আহত_৯_ইসরায়েলি
 পার্সটুডে- বৃহস্পতিবার অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় শহর কাফার ইয়োনার কাছে একটি বাস স্টপে অপেক্ষারত বেশ কয়েকজন পথচারীর উপর একটি গাড়ি চাপা দিলে আট বা নয় জন ইসরায়েলি আহত হয়, খবরে বলা হয়েছে যে আক্রমণকারী এখনও পলাতক রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০২৫ ১৯:০৯ Asia/Dhaka
  • কাফার ইয়োনা এলাকায় ফিলিস্তিনির গাড়ি চাপ দেয়ার ঘটনাস্থল
    কাফার ইয়োনা এলাকায় ফিলিস্তিনির গাড়ি চাপ দেয়ার ঘটনাস্থল

 পার্সটুডে- বৃহস্পতিবার অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় শহর কাফার ইয়োনার কাছে একটি বাস স্টপে অপেক্ষারত বেশ কয়েকজন পথচারীর উপর একটি গাড়ি চাপা দিলে আট বা নয় জন ইসরায়েলি আহত হয়, খবরে বলা হয়েছে যে আক্রমণকারী এখনও পলাতক রয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে আহতদের মধ্যে ৫ জনের তেমন একটা আঘাত লাগেনি, অর্থাৎ আহতদের মধ্যে অন্তত চার জনের অবস্থা গুরুতর। ইসরাইলি পুলিশ এই হামলাটি তাদের ভাষায় সন্ত্রাসী হামলা কিনা তা তদন্ত করে দেখছে। ইসরাইলি পুলিশ হেলিকপ্টার, কুকুর ও মোটর সাইকেল ব্যবহার করে হামলাকারিকে খুঁজে বেড়াচ্ছে।

বাইত লিদ এলাকায় পাওয়া একটি গাড়িকে হামলাকারির হামলায় ব্যবহৃত গাড়ি বলে ইসরাইলি পুলিশ ধারণা করছে।

গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলের ব্যাপক নৃশংসতা ও গণহত্যার প্রেক্ষাপটে অধিকৃত অঞ্চলে ইসরাইলিদের ওপর মাঝে মধ্যে প্রতিশোধমূলক হামলা চালায় ফিলিস্তিনিরা।  #

পার্সটুডে/এমএএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।