আমাদের তথ্য ইরানের হাতে: ইসরাইলি বিশেষজ্ঞ
https://parstoday.ir/bn/news/west_asia-i152948-আমাদের_তথ্য_ইরানের_হাতে_ইসরাইলি_বিশেষজ্ঞ
পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থার একজন সিনিয়র বিশেষজ্ঞ স্বীকার করেছেন ইসরাইলের প্রতিটি তথ্য ইরানের হাতে রয়েছে।
(last modified 2025-10-13T11:21:57+00:00 )
অক্টোবর ১৩, ২০২৫ ১৫:৪৫ Asia/Dhaka
  • আমাদের তথ্য ইরানের হাতে: ইসরাইলি বিশেষজ্ঞ
    আমাদের তথ্য ইরানের হাতে: ইসরাইলি বিশেষজ্ঞ

পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থার একজন সিনিয়র বিশেষজ্ঞ স্বীকার করেছেন ইসরাইলের প্রতিটি তথ্য ইরানের হাতে রয়েছে।

চেক পয়েন্ট ইনস্টিটিউটের তথ্য বিভাগের পরিচালক সের্গেই শুকোভিচ, মা'আরিভ পডকাস্টের সাথে একটি সাক্ষাৎকারে এই মিডিয়া আউটলেটের দর্শকদের বলেন, "আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আজ ইরানের কাছে ইসরাইলের প্রতিটি ব্যক্তিগত তথ্য রয়েছে।" পার্সটুডে অনুসারে, তাসনিমের উদ্ধৃতি দিয়ে, হিব্রু ভাষার মিডিয়া আউটলেটটি লিখেছে, যখন ইরানি হুমকির কথা ওঠে, তখন বেশিরভাগ ইসরাইলিই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কথা ভাবে (১২ দিনের যুদ্ধে যেগুলো ইহুদিবাদীদের ওপর মারাত্মক আঘাত হানে), কিন্তু চেক পয়েন্ট ইনস্টিটিউটের সাইবার নিরাপত্তা বিভাগের পরিচালক সের্গেই শুকোভিচের মতে, আসল যুদ্ধ সংঘটিত হচ্ছে সাইবার নেটওয়ার্কে।

মাআরিভের আরও লিখেছে, এই সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন, ইরানিরা প্রতিটি ইসরাইলির ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে এবং এমনকি হিব্রু ভাষাও আমাদের সহায়তা করার ক্ষেত্রে আর বাধা হতে পারবে না, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা খেলার সমস্ত নিয়ম বদলে দিয়েছে।

এই ইহুদিবাদী বিশেষজ্ঞ ইসরাইলের ৮২০০ নামক সাইবার ইউনিটে ৯ বছরেরও বেশি সময় ধরে গুপ্তচরবৃত্তি করেছেন। বিভিন্ন সাইবার নিরাপত্তা কোম্পানিতে কাজ করার পর চেক পয়েন্টে চলে এসেছেন। এই বিশেষজ্ঞ আরও বলেছেন যে ইরানিরা ২০১৫ সাল থেকে সাইবার প্রযুক্তিতে তাদের অগ্রগতি ত্বরান্বিত করেছে।

এই সাক্ষাৎকারের অন্য একটি অংশে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানিরা কয়েক বছর আগে থেকে যেসব পদক্ষেপ নেওয়া শুরু করেছে, সেই পদক্ষেপগুলো যুদ্ধ শুরু হওয়ার পর ধারাবাহিকভাবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।  তারই ফলে আমাদের প্রত্যেক ইসরাইলি'র সকল তথ্য-উপাত্ত ইরানিদের হাতে একেকটি সম্পূর্ণ ফাইল হিসেবে রেখে দিয়েছে, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে মোবাইল ফোন নম্বর, ঠিকানা, পুরো নাম এবং সম্ভবত পারিবারিক সংযোগ এমনকি পাসওয়ার্ড পর্যন্ত তাদের হাতে রয়েছে। আমাদের কারও কারও ক্ষেত্রে এমনকি কেনাকাটার পছন্দও এতে যোগ করা হতে পারে।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।