ইসরায়েলি সেনাবাহিনীতে মাদকাসক্তি বৃদ্ধি/ দক্ষিণ লেবাননে আবার ইসরায়েলের হামলা
পার্সটুডে - মাদকাসক্তদের চিকিৎসায় বিশেষজ্ঞ ইসরায়েলি এল স্যাম ফাউন্ডেশন এক বিবৃতিতে প্রকাশ করেছে যে মাদকাসক্তদের চিকিৎসাধীন ১৩ শতাংশ ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্য।
ইসরায়েলি এল স্যাম ফাউন্ডেশন ঘোষণা করেছে যে গাজায় ইসরায়েলি শাসনের তথাকথিত "আয়রন সোর্ডস" অভিযানে কাজ করা ১৮ শতাংশ সৈন্য আসক্তিতে ভুগছে। ফাউন্ডেশনটি আরো জানিয়েছে যে অনেক রিজার্ভ সৈন্য তাদের সামরিক পরিষেবার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে এবং কেউ কেউ এমনকি তাদের চাকরি হারিয়েছে, বিবাহবিচ্ছেদ করতে বাধ্য হয়েছে, অথবা মনোরোগ কেন্দ্রে হাসপাতালে ভর্তি হয়েছে, আবার কেউ কেউ গাঁজা এবং অন্যান্য মাদকের দিকে ঝুঁকেছে। প্রতিবেদন অনুসারে, গাজা যুদ্ধের সময় যে মানসিক ক্লান্তি, উদ্বেগ এবং ভয় অনুভব করা হয়েছিল তা বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্যকে আসক্তির দিকে পরিচালিত করেছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে গাজা যুদ্ধের মানসিক এবং সামাজিক প্রভাব ধীরে ধীরে দেখা দিচ্ছে এবং এই প্রভাবগুলো মোকাবেলা করতে ইসরায়েলি সমাজের বছরের পর বছর সম্ভবত দশকের পর দশক সময় লাগবে।
মার্কিন সমর্থনের ছত্রছায়ায় দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত
ইয়েমেনি সংবাদপত্র "ইয়েমানিয়ুন" লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চলমান আগ্রাসন পরীক্ষা করে লিখেছে যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক বছর পর, দক্ষিণ লেবাননের বিরুদ্ধে শাসক গোষ্ঠীর আগ্রাসন মার্কিন সমর্থনে অব্যাহত রয়েছে। "ইয়েমানিয়ুন" তার প্রতিবেদনে উল্লেখ করে যে টায়ার অঞ্চলে একটি বেসামরিক গাড়িতে ইহুদিবাদী সেনাবাহিনীর সর্বশেষ আক্রমণে একজন লেবানিজ নাগরিক শহীদ হয়েছেন। সংবাদ মাধ্যমটি আরো লিখেছে, জাতিসংঘ যখন লেবাননের সীমান্তে "উল্লেখযোগ্য শান্তির" কথা বলছে, তখন ইসরায়েলি সরকারের এই আগ্রাসন চলছে, কিন্তু বাস্তবতা বিপরীত দেখায়। ইয়েমেনি সংবাদপত্রটি আরও জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক বছর পরও ইহুদিবাদী সরকার দক্ষিণ লেবাননের বিরুদ্ধে প্রতিদিনের আগ্রাসন অব্যাহত রেখেছে এবং এই আক্রমণগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায় পরিচালিত হচ্ছে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একজন শহীদ
লেবাননের সূত্র জানিয়েছে যে দক্ষিণ লেবাননের কুফরা-সেদিকিন সড়কে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছে। ওয়াকিবহাল সূত্রের মতে, এই হামলায় চালক নিহত এবং আরও দুজন আহত হন, যার সাথে একটি গাড়ি লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রও ছিল, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
অসুস্থতার কারণে নেতানিয়াহুর বিচার বাতিল
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় দাবি করেছে যে ব্রঙ্কাইটিস রোগ ধরা পড়ার পর বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারে উপস্থিতিসহ তার পরিকল্পনা বাতিল করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিচার এবং জিজ্ঞাসাবাদের সময় তিনি তেল আবিব জেলা আদালতে তার "কাশি এবং সর্দি"র কথা উল্লেখ করেন এবং বিচারকরা শুনানি স্থগিত রাখার জন্য তার অনুরোধে সম্মত হন। বুধবার বিকেল ৪:৩০ মিনিটে শুনানি শেষ হওয়ার কথা ছিল,কিন্তু নেতানিয়াহু শুধুমাত্র অল্প সময়ের জন্য সাক্ষ্য দেওয়ার অনুরোধ করেছিলেন।#
পার্সটুডে/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।