ইরানি কার্পেট: ওমানের জনগণের প্রথম পছন্দ
-
শেইখা বিনতে আহমেদ আল-মাহরুকি
পার্সটুডে: একজন ওমানি কর্মকর্তা ইরানের শিল্পের প্রশংসা করে বলেছেন, "আমরা আমাদের বাড়িতে ইরানি কার্পেট রাখতে অভ্যস্ত এবং এই কার্পেট সকল ওমানবাসীর প্রথম পছন্দ।"
ওমানের তথ্য মন্ত্রণালয়ের বৈদেশিক মিডিয়ার মহাপরিচালক 'শেইখা বিনতে আহমেদ আল-মাহরুকি' মঙ্গলবার ওমানের জাতীয় দিবসের সম্মাননা অনুষ্ঠানের অবকাশে বলেন, "ইরানের শিল্প, বিশেষ করে ইরানি কার্পেট, ওমানে একটি অত্যন্ত বিশেষ স্থান দখল করে আছে এবং আমাদের জনগণ সর্বদা তাদের বাড়িতে এই কার্পেট ব্যবহার করতে অভ্যস্ত।"
পার্সটুডে'র প্রতিবেদন অনুযায়ী, এই ওমানি কর্মকর্তা জোর দিয়ে বলেন, "সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদেও বিশ্বের বৃহত্তম কার্পেটগুলোর একটি রয়েছে যা ইরানি শিল্পীদের হাতে বোনা। এই কার্পেটটি বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে সুন্দর কার্পেটগুলোর মধ্যে গণ্য।"
আল-মাহরুকি বলেন, "ইরান আমাদের নিকটতম প্রতিবেশী। ইরানি পণ্য, বিশেষ করে কার্পেট, আমদানি ওমানের সকল বন্দরের মাধ্যমে করা হয়।"
ওমান প্রতি বছর ২০শে নভেম্বর তাদের জাতীয় দিবস হিসেবে পালন করে।
আহমেদ বিন সাইদ আল-বুসাইদি কর্তৃক সরকার গঠনের ২৮১তম বার্ষিকী ২০ নভেম্বর থেকে এক সপ্তাহ ধরে পালিত হচ্ছে। ওমানের কিছু রাজনৈতিক কর্মকর্তা ও মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি ইরান, মিশর, জর্ডান, ইরাক ও আলজেরিয়ার মতো বিভিন্ন দেশের গণমাধ্যম ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।#
পার্সটুডে/এমএআর/১৮