কার্পেট শিল্পে ইরানি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
(last modified Fri, 12 Jun 2020 11:51:13 GMT )
জুন ১২, ২০২০ ১৭:৫১ Asia/Dhaka

হাতে বোনা কার্পেট শিল্পে ইরানি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। ইরানি কার্পেটের কদর রয়েছে বিশ্বে প্রচুর।

ইরানি ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির নিদর্শনের মধ্যে একটি হলো কার্পেট। ইরানি কার্পেটের ইতিহাস প্রায় ২৫০০ বছরের পুরোনো। ইরানি জাতির কঠোর পরিশ্রম ও চেষ্টার ফসল হলো এ কার্পেট। ইরানি কার্পেট দু'ধরনের হয়। সাধারণত যে কার্পেটগুলো হাতে বোনা হয় সেগুলোর মূল্য মেশিনের তৈরি কার্পেটের তুলনায় বেশি।#

পার্সটুডে/ মো.আবুসাঈদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ