নিরস্ত্রীকরণের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে এবং শত্রুকে শক্তিশালী করবে: হিজবুল্লাহ
-
• নিরস্ত্রীকরণের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে এবং শত্রুকে শক্তিশালী করবে: হিজবুল্লাহ
পার্সটুডে- লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর প্রতিনিধি, সাম্প্রতিক ঘটনাবলী এবং লেবাননের মাটিতে ইহুদিবাদী ইসরায়েলের বারবার আক্রমণের প্রতিক্রিয়ায়, সতর্ক করে বলেছেন যে প্রতিরোধকে নিরস্ত্রীকরণের যেকোনো প্রচেষ্টা শত্রুকে শক্তিশালী করবে।
পার্সটুডে অনুসারে, লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর প্রতিনিধি হুসেইন জাশি, ইসরায়েলি অব্যাহত আগ্রাসন এবং লেবাননের ভূখণ্ডের কিছু অংশ দখলের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন যে, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, প্রতিরোধকে দুর্বল করার জন্য সরকারের পদক্ষেপ শত্রুর স্বার্থে কাজ করে।
জাশি লেবানন সরকারকে ইসরায়েলের আক্রমণ বন্ধে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিকে ভূমিকা পালন করতে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জমা দিয়ে ইসরায়েলের অপরাধ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করার জন্য আরও গুরুত্ব সহকারে অনুরোধ করার আহ্বান জানিয়েছেন।
লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহ প্রতিনিধি বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি সরকার ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে জোরপূর্বক শান্তি চাপিয়ে দিতে চাইছে এবং ১৭০১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জন করছে।
লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর প্রতিনিধি হুসেইন জাশি লেবাননের জন্য ইসরায়েলি শত্রুর দ্বারা চিহ্নিত দুটি বিকল্পের দিকেও ইঙ্গিত করে যোগ করেছেন: প্রথমত, সেনাবাহিনী কর্তৃক হিজবুল্লাহ প্রতিরোধকে নিরস্ত্রীকরণ, যা অভ্যন্তরীণ সংঘাতের দিকে ঠেলে দিবে এবং দ্বিতীয়ত, ইসরায়েল কর্তৃক সরাসরি আক্রমণের হুমকি এবং লেবাননের সরকারের উপর আরও চাপ প্রয়োগ করা এবং এই দুটি বিকল্প লেবাননের জনগণের জন্য ক্ষতিকর হবে।
লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহ প্রতিনিধি ১৯৪৮ সাল থেকে ইসরায়েলি আগ্রাসনের ইতিহাসের কথাও উল্লেখ করেছেন, এই হুমকির বিরুদ্ধে লেবাননের জনগণের দৃঢ়তার উপর জোর দিয়েছেন এবং লেবাননের সরকার, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আরও বেশি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন