বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননে আক্রমণের পেছনে ইসরায়েলের লক্ষ্য কী?
https://parstoday.ir/bn/news/west_asia-i154410-বারবার_যুদ্ধবিরতি_লঙ্ঘন_এবং_লেবাননে_আক্রমণের_পেছনে_ইসরায়েলের_লক্ষ্য_কী
পার্সটুডে - লেবাননে ইহুদিবাদী শাসক গোষ্ঠী যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং বৈরুতের উপকণ্ঠে সাম্প্রতিক হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার হাইথাম আলী তাবাতাবায়ি শহীদ হয়েছেন।
(last modified 2025-11-25T14:17:14+00:00 )
নভেম্বর ২৫, ২০২৫ ১৯:৩১ Asia/Dhaka
  • বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননে আক্রমণের পেছনে ইসরায়েলের লক্ষ্য কী?

পার্সটুডে - লেবাননে ইহুদিবাদী শাসক গোষ্ঠী যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং বৈরুতের উপকণ্ঠে সাম্প্রতিক হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার হাইথাম আলী তাবাতাবায়ি শহীদ হয়েছেন।

লেবাননে যুদ্ধবিরতি শুরু হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। তবে, জাতিসংঘের সংস্থা  আনফিল'র মতে, ইহুদিবাদী শাসক গোষ্ঠী গত বছরে প্রায় ১০,০০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যা লক্ষণীয় তা হল লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নতুন দফা হামলা দেশটির সরকারের নিষ্ক্রিয়তা এবং নীরবতার সুযোগে পরিচালিত হচ্ছে।

লেবাননের সরকার এখনও হিজবুল্লাহকে নিরস্ত্র করার আমেরিকান-ইহুদিবাদী পরিকল্পনা অনুসরণ করার চেষ্টা করছে এবং এরই মধ্যে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলি হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান না নিলেও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেছেন,  লেবাননের স্বাধীনতা দিবসে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলের হামলা আরেকটি স্পষ্ট প্রমাণ; লেবাননের উপর আক্রমণ বন্ধ করার জন্য বারবার আহ্বান উপেক্ষা করা, আন্তর্জাতিক প্রস্তাব এবং লেবানন ও সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচালিত সকল পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে ইসরাইল অস্বীকৃতি জানানো।

গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননের বিরুদ্ধে নতুন আক্রমণের লক্ষ্য কী?

মনে হচ্ছে লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বারবার আক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো লেবাননে হিজবুল্লাহর সামরিক পুনর্গঠন রোধ করা। এই লক্ষ্য দুটি উপায়ে অনুসরণ করা হয়: কমান্ডারদের হত্যা করা এবং সামরিক সক্ষমতা পুনর্গঠন রোধ করা। কমান্ডারদের হত্যা করে ইহুদিবাদী শাসকগোষ্ঠী বিশেষজ্ঞ জনবলের চ্যালেঞ্জের মুখোমুখি হিজবুল্লাহর মুখোমুখি হওয়ার চেষ্টা করছে।

একই সাথে, এই শাসকগোষ্ঠী সামরিক সরঞ্জামের ক্ষেত্রে হিজবুল্লাহর পুনর্গঠন এবং শক্তিশালীকরণও রোধ করার চেষ্টা করছে। লেবাননের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আরেকটি লক্ষ্য আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা করা উচিত।

ইহুদিবাদী সরকার আঞ্চলিক পর্যায়ে প্রতিরোধকে দুর্বল করার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার এবং প্রতিরোধের আঞ্চলিক অবস্থান পুনরুদ্ধারে বাধা দেওয়ার চেষ্টা করছে যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ অন্যতম প্রধান স্তম্ভ। আরেকটি বিষয় হল লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার আমেরিকান-ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হওয়ার সাথে সাথে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই দেশে আক্রমণ চালিয়ে যাওয়ার মাধ্যমে হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে আঘাত করার লক্ষ্যে একটি নতুন, ব্যাপক আক্রমণ শুরু করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে, ইসরায়েলের এইভাবে উত্তেজনা বৃদ্ধি অপ্রত্যাশিত ছিল না এবং কেউ কেউ এটিকে এমন একটি যুদ্ধের সূচনা বলে মনে করছেন যা ইহুদিরা দীর্ঘদিন ধরে লেবাননকে হুমকি দিয়ে আসছে।

শেষ কথা হল, লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর নতুন দফা হত্যাকাণ্ড এবং আক্রমণ প্রমাণ করেছে যে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহকে নিরস্ত্র করার আলোচনা ব্যর্থ হয়েছে এবং প্রতিরোধের অস্ত্র বজায় রাখার প্রয়োজনীয়তার আলোচনা আরও স্বাগত জানানো হয়েছে।

ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শহীদদের জানাজা বৈরুতে বিশাল জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি দেখায় যে লেবাননের জনগণের একটি বড় অংশ বিশ্বাস করে যে প্রতিরোধের অস্ত্র হল এই দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রধান স্তম্ভ।#

 

পার্সটুডে/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন