পশ্চিম তীরে ১ ফিলিস্তিনি শহীদ, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের নতুন ঢেউ
https://parstoday.ir/bn/news/west_asia-i154764-পশ্চিম_তীরে_১_ফিলিস্তিনি_শহীদ_গাজায়_যুদ্ধবিরতি_লঙ্ঘনের_নতুন_ঢেউ
পার্সটুডে-পশ্চিম তীরের বিভিন্ন শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে নাবলুসের দক্ষিণে এক তরুণ ফিলিস্তিনি শহীদ হয়েছে।
(last modified 2025-12-24T14:20:33+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৫ ১৫:০৮ Asia/Dhaka
  • গাজা শহরের পূর্বদিকে ভবন ধ্বংস
    গাজা শহরের পূর্বদিকে ভবন ধ্বংস

পার্সটুডে-পশ্চিম তীরের বিভিন্ন শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে নাবলুসের দক্ষিণে এক তরুণ ফিলিস্তিনি শহীদ হয়েছে।

পার্সটুডের খবরে বলা হয়েছে, জর্ডান নদীর পূর্ব তীরে অবস্থিত নাবলুসে ইসরায়েলি সৈন্যরা 'বাহা আবদ রাশেদ' নামে ৩৭ বছর বয়সী এক ফিলিস্তিনির মাথায় গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় রাশেদকে বেইতা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তিনি শহীদ হন। ফিলিস্তিনের হাসপাতাল সূত্র এ খবর দিয়েছে।  প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার নাবলুসে প্রার্থনারত ফিলিস্তিনিদের ওপর লক্ষ্যহীনভাবে গুলি চালায় যার ফলে ঐ তরুণ ফিলিস্তিনি শহীদ হন।

পশ্চিম তীরে মাঠ পর্যায়ে হামলার ঘটনা

এদিকে, ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, পশ্চিম তীরের জেনিনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরাবাহ শহরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ এবং হামলার পর ফিলিস্তিনি যুবকদের সাথে সংঘর্ষ হয়েছে।

এই প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী নাবলুসের উত্তর-পশ্চিমে অবস্থিত সেবাস্তিয়া শহর এবং জর্ডান নদীর পশ্চিম তীরে রামাল্লাহর রেন্টিস গ্রামেও আক্রমণ করেছে। সেখানে সাধারণ মানুষের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে।

জেনিনের পশ্চিমে বারকিন শহরেও ফিলিস্তিনি এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি যুবকদের ওপর গুলি চালিয়েছে।

রামাল্লাহর পূর্বে বারকা গ্রামেও ইসরায়েলি সেনারা হামলা চালায় এবং হেবরনের উত্তরে বেইত ওমরে এক ফিলিস্তিনি তরুণকে তারা গ্রেপ্তার করে। ঐ এলাকায় ফিলিস্তিনি তরুণদের সাথে ইসরায়েলি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

উত্তর পশ্চিম তীরে জেনিনের কেন্দ্রস্থলে, ইসরায়েলি সৈন্যরা বেশ কয়েকজন ফিলিস্তিনি যুবককে মারধর ও গ্রেপ্তার করেছে এবং হেবরনের দক্ষিণে ইয়াত্তার টুরিস্ট বসতিতে ইসরায়েলিরা ফিলিস্তিনি শিশুদের ওপর একটি গাড়ি ওঠিয়ে দেওয়ার চেষ্টা করে।

ফিলিস্তিনি মিডিয়া আরও জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা রামাল্লাহর আল-জালাজুন শিবিরে হামালা চালিয়ে তিনজন ফিলিস্তিনি যুবককে আহত করেছে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, বারতা'আ চেকপয়েন্টে ইসরায়েলি সৈন্যরা প্রচণ্ড মারধর করে। পরে ৫৭ বছর বয়সী ঐ ব্যক্তিকে জেনিনের হাসপাতালে নেওয়া হয়। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইজরায়েলি সেনাবাহিনী ইয়াত্তা মরুভূমির আল-জুওয়াইদিন গ্রামে ফিলিস্তিনিদের কৃষিকাজ এবং পশুপালন করতে বাধা দিয়েছে।

ইহুদিবাদী ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে

গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার ৫৭তম দিনেও ইসরায়েলি সেনাবাহিনী চুক্তি লঙ্ঘন করে চলেছে। শুক্রবার রাতে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিশেষ করে হলুদ রেখা' র পিছনের একটি ভবন উড়িয়ে দিয়েছে।

আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার বেইত লাহিয়ায় আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রগুলো পূর্ব গাজায় ভবন ধ্বংসের খবর দিয়েছে। তারা আরো জানিয়েছে, বিভিন্ন এলাকায় প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইহুদিবাদী ‌ইসরায়েল, ৭ অক্টোবর, ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরু করে। তাদের দুটি প্রধান লক্ষ্য ছিল, হামাসকে নির্মূল করা এবং এ অঞ্চল থেকে ইহুদি বন্দীদের ফিরিয়ে নেওয়অ কিন্তু তারা এই লক্ষ্য দুটি অর্জন করতে ব্যর্থ হয়। বন্দী বিনিময়ের জন্য হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে বাধ্য হয়। বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ তারিখে হামাস আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি জারি করে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার এবং বন্দী বিনিময়ের জন্য একটি চুক্তির ঘোষণা দেয়। ইসরায়েলি সেনাবাহিনীও ১০ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার বিকেলে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেয়, যদিও ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের শর্ত বাস্তবায়ন না করে বারবার লঙ্ঘন করছে।#

পার্সটুডে/জিএআর/৬